মেষ/ ARIES: আজ পিতার সঙ্গে বিরোধ হতে পারে।বৃষ/ TAURUS: মনে অসন্তোষের সৃষ্টি হতে পারে।মিথুন/ GEMINI : বাড়িতে অশান্তি দেখা দিতে পারে।কর্কট/ CANCER : মনে কোনও কারণে অনুতাপ সৃষ্টি হতে পারে।সিংহ/ LEO: আজ আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে।কন্যা/ VIRGO: অসৎ সঙ্গের ফলে ক্ষতি হতে পারে।তুলা/ LIBRA: আজ প্রীতিলাভ করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: আজ ঋণমুক্তি হতে পারে।ধনু/ SAGITTARIUS: দ্রব্যাদিলাভ করতে পারেন আজ।মকর/ CAPRICORN: আজ পরনির্ভরতা বৃদ্ধি পেতে পারে আপনার।কুম্ভ/ AQUARIUS: রোগব্যাধি দেখা দিতে পারে।মীন/ PISCES : কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।
বয়সে সপ্তর্ষি মৌলিকের চেয়ে ১৫ বছরের বড় অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। কিন্তু ভালোবাসার বাঁধন যদি শক্তিশালী হয় সেখানে বয়সটা কোনও বাঁধা হয়ে উঠতে পারে না। সেটা দেখিয়েও দিয়েছেন দুজনে। তাই তাদের ৮ বছরের ভালোবাসায় কোনও মরচে ধরেনি। ২রা অগস্ট, সোহিনী-সপ্তর্ষির বিয়ের বর্ষপূর্তি।আরও পড়ুনঃ প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিক পদক, ইতিহাসে পিভি সিন্ধুসোহিনী ও সপ্তর্ষি দুজনেই থিয়েটার জগতের অতি পরিচিত মুখ, তবে আপতত স্টার জলসার পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন দুজনে। শ্রীময়ীর ছোটছেলে ডিঙ্কা হিসাবে সপ্তর্ষির জনপ্রিয়তা বাঁধভাঙা, অন্যদিকে খড়কুটোর পুটুপিসি হিসাবে সব্বার ঘরের মেয়ে হয়ে উঠেছেন সোহিনী। বিবাহবার্ষিকীর দিন সকালে স্ত্রীর জন্য আদুরে শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ভোলেননি সপ্তর্ষি। আজকের দিনটা একদম নিজেদের মতো করে উদযাপন করে তাঁরা। সকালে হালকা শ্যুটিং সেরে বাকি দিনটা ছুটি নিয়েছেন। এদিন ফেসবুকের দেওয়ালে সপ্তর্ষি লেখেন- শুভ বিবাহবার্ষিকী ক্যাপ্টেন।সত্যিই তো ভালোবাসা তো এরকমই হওয়া উচিত। জনতার কথা টিমের পক্ষ থেকে রইল তাদের জন্য অনেক শুভেচ্ছা।
এবারের অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভারতীয় বক্সার সতীশ কুমার। কিন্তু উজবেকিস্তানের বক্সার বাখোদির জালোলভ তাঁকে ৫-০ ব্যবধানে হারিয়ে পদক জয়ের আশা থেকে বঞ্চিত করেন। তবে হেরে গেলেও দেশের মানুষের প্রশংসা পান তাঁর লড়াকু পারফরম্যান্সের জন্য।খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডান চোখে আঘাত পান তিনি। কিন্তু তিনি ময়দান থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাঁর উজবেকিস্তানের প্রতিপক্ষ এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন।Shout out to boxer Satish Kumar who showed the world what true competitors are made of. Proud of you brother .. #Tokyo2020 #Boxing #TeamIndia Farhan Akhtar (@FarOutAkhtar) August 2, 2021তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে এবার টুইট করলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। টুইট করে তিনি জানিয়েছেন,সতীশ তুমি দেখিয়ে দিয়েছো সত্যিকারের যোদ্ধারা কী করে তৈরি হয়। তোমাকে নিয়ে আমি গর্বিত।
মেষ/ ARIES: উদারতা দেখাতে গেলে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন।মিথুন/ GEMINI : বনিবনার অভাব হতে পারে কারুর সঙ্গে।কর্কট/ CANCER : হঠাৎ করে উগ্রতা বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: স্ত্রীর শরীর খারাপের কারণে ব্যয় হতে পারে। কন্যা/ VIRGO: হঠাৎ করে খ্যাতি বৃদ্ধি পেতে পারে। তুলা/ LIBRA: কর্মে অগ্রগতি হতে পারে।বৃশ্চিক/ Scorpio: শত্রুবৃদ্ধি হতে পারে। ধনু/ SAGITTARIUS: জলযানে বিপদ হতে পারে। মকর/ CAPRICORN: হঠাৎ করে স্বরভঙ্গ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: মানসিক তৃপ্তি হতে পারে। মীন/ PISCES : সংগীত চর্চায় মনোনিবেশ করতে পারেন।
মেষ/ ARIES: সন্তানের জন্য উদ্বেগ দেখা দিতে পারে। বৃষ/ TAURUS: আজ পরোপকার করতে পারেন। মিথুন/ GEMINI : প্রতিপত্তি লাভ করতে পারেন। কর্কট/ CANCER : কোনও কারণে আঘাত পেতে পারেন। সিংহ/ LEO: পথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। কন্যা/ VIRGO: আয়বৃদ্ধির সুযোগ আসতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে ভয় পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: নির্যাতনের শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: সফলতার মুখ দেখতে পারেন। মকর/ CAPRICORN: কোনও কারণে অর্থদণ্ড হতে পারে। কুম্ভ/ AQUARIUS: খেলাধূলায় সাফল্য আসতে পারে। মীন/ PISCES : সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন।
মেষ/ ARIES: আজ উৎপাদন বৃদ্ধি পেতে পারে। বৃষ/ TAURUS: ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে।মিথুন/ GEMINI : পরিবারে সম্পত্তি বিরোধ দেখা দিতে পারে। কর্কট/ CANCER : বেহিসাবি খরচ করে ফেলতে পারেন। সিংহ/ LEO: কোনও কারণে বিপর্যয় আসতে পারে। কন্যা/ VIRGO: কূটনৈতিক ক্ষেত্রে জয় হতে পারে। তুলা/ LIBRA: আজ ভোগবিলাসে মেতে থাকতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: অযথা চিন্তা দেখা দিতে পারে। মকর/ CAPRICORN: সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারেন।কুম্ভ/ AQUARIUS: শরীরে কোনও অসুখ দেখা দিতে পারে। মীন/ PISCES : কোনও কারণে অনুশোচনা দেখা দিতে পারে।
বিধানসভা নির্বাচনে জনপ্রিয় স্লোগান খেলা হবে নিয়ে এ বার বিশিষ্ট কবি জাভেদ আখতারকে গান লেখার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বৃহস্পতিবার মমতার সঙ্গে সাক্ষাৎ করেন শাবানা আজমি, জাভেদ আখতার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানে খেলা হবে স্লোগানের প্রসঙ্গ উঠলে মমতা জাভেদকে এই অনুরোধ করেন।আরও পড়ুনঃ সুপার হেভিওয়েট ক্যাটেগরির প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সতীশ কুমারেরবৃহস্পতিবার বৃষ্টিভেজা দিল্লিতে সকাল থেকে একের পর এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিকেলে কথা বলতে মমতার সঙ্গে দেখা করতে আসেন জাভেদ-শাবানা। আলোচনা সেরে বেরিয়ে এসে জাভেদ বললেন, আমি মমতার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, যে ভাবে পশ্চিমবঙ্গে পরিবর্তন চেয়েছেন মমতা, সে ভাবেই দেশেও পরিবর্তন চাইছেন। নিশ্চয়ই পরিবর্তন আসবে। বৈঠক শেষে বেরিয়ে মমতাকে পাশে দাঁড় করিয়েই সাংবাদিক বৈঠক করেন তাঁরা। সাংবাদিকরা প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছে। জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে এটি। একজন কবি হিসাবে এই স্লোগান ও তাকে ঘিরে উন্মাদনাকে কতটা জানতে চাইলে জাভেদ আখতার উত্তরে বলেন, এটা আর নতুন করে বলে দিতে হবে না। সকলের মুখে মুখে ফিরছে এই স্লোগান। আমার উত্তর দেওয়ার বদলে আপনারা বুঝে নিন, কতটা জনপ্রিয় হয়েছে এটি। এরপরেই শাবানা ও জাভেদের মাঝে দাঁড়িয়ে থাকা মমতা ঝুঁকে পড়ে জাভেদকে বলেন, খেলা হবে নিয়ে একটি গান লিখে দিন আপনি। প্রস্তাবকে স্বাগত জানান শাবানা আজমিও।বিরোধী জোটের মুখ কে হবেন, তা নিয়েও জাভেদকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জাভেদ বলেন, কে নেতৃত্ব দেবেন, সেটি পরের বিষয়। গুরুত্বপূর্ণ হল আমরা কেমন ভারত চাই। আমরা ভারতের কেমন ঐতিহ্য, কেমন স্বাধীনতা, কেমন গণতন্ত্র চাই। গণতন্ত্রকে যতটা ভাল করা যায়, ততটাই ভাল করতে হবে।
মেষ/ ARIES: পরীক্ষায় সাফল্য আসতে পারে।বৃষ/ TAURUS: অনুশোচনা হতে পারে। মিথুন/ GEMINI : কাজে অনিহা জন্মাতে পারে। কর্কট/ CANCER : বিদ্যার্থীদের জন্য শুভ সময়। সিংহ/ LEO: আজ ঝগড়া-বিবাদ হতে পারে।কন্যা/ VIRGO: আজ কারুর সাহায্য লাভ করতে পারেন। তুলা/ LIBRA: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। বৃশ্চিক/ Scorpio: অপযশ হতে পারে। ধনু/ SAGITTARIUS: ক্রমে উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন।মকর/ CAPRICORN: মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে।কুম্ভ/ AQUARIUS: আজ প্রাপ্তিযোগ আছে। মীন/ PISCES : বাড়িতে চোরের উপদ্রব হতে পারে।
মেষ/ ARIES: আজ বিরক্তিভাব আসতে পারে। বৃষ/ TAURUS: আজ আশাহত হতে পারেন।মিথুন/ GEMINI : মানহানি হতে পারে। কর্কট/ CANCER : আজ ধনাগম হতে পারে। সিংহ/ LEO: আজ কোনও আত্মীয়বিয়োগ হতে পারে। কন্যা/ VIRGO: আজ অনর্থপাত হতে পারে।তুলা/ LIBRA: সৎকাজে ব্যয় করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মানসিক অবসাদ আসতে পারে। ধনু/ SAGITTARIUS: উন্নতির সুযোগ আসতে পারে। মকর/ CAPRICORN: শ্লেষ্মাবৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: মনে প্রফুল্লতা হতে পারে।মীন/ PISCES : আগুনের থেকে দূরে থাকবেন।
মঙ্গলবার গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার মর্মান্তিক পরিণতি দেখল উত্তরপ্রদেশ। বারাবাঙ্কি এলাকায় প্রবল গতিতে ধেয়ে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল ১৮ জনের। জখম হয়েছে আরও ২৪ জন। অযোধ্যা-লখনউ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রাম সানেহি পুলিশ স্টেশনের কাছে এই ঘটনায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই বাসে প্রায় ১৪০ জন যাত্রী ছিলেন। এরা সকলেই ছিলেন শ্রমিক। উত্তরপ্রদেশের এই জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার আসছিল।লখনউ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে খারাপ হয়ে যায় বাসের যন্ত্রাংশ। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।আরও পড়ুনঃ বাবার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বহুতল হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছেলেখবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনা নিয়ে অতিরিক্ত ডিরেক্টর জেনারাল এসএন সাবাত বলেছেন, মঙ্গলবার রাতে বারাবঁকীতে এক পথ দুর্ঘটনায় বিহারের ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা দ্বারভাঙা, সীতামারি-সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছে দুডজনেরও বেশি। তাঁদের চিকিৎসা চলছে।
মেষ/ ARIES: আজ উপার্জন বৃদ্ধি পেতে পারে। বৃষ/ TAURUS: কারুর সঙ্গে মতান্তর হতে পারে। মিথুন/ GEMINI : ভাইয়ের সঙ্গে বিরোধ হতে পারে। কর্কট/ CANCER : শরিকিবিবাদে জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: অপ্রত্যাশিত কোনও সুযোগ আসতে পারে। কন্যা/ VIRGO: বিকল্প কাজের সন্ধান করতে পারেন। তুলা/ LIBRA: সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। বৃশ্চিক/ Scorpio: ব্যভিচারের শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: চাকরির সুযোগ আসতে পারে। মকর/ CAPRICORN: টাকার ক্ষতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: সৎকাজে ব্যয় করতে পারেন। মীন/ PISCES : সফল প্রচেষ্টা করতে পারেন।
মেষ/ ARIES: সামাজিক স্বীকৃতি পেতে পারেন আজ। বৃষ/ TAURUS: অনেক দিনের কোনও বাসনা পূরণ হবে। মিথুন/ GEMINI : অযথা ব্যয় হয়ে যেতে পারে। কর্কট/ CANCER : কোনও কারণে গঞ্জনা ভোগ করতে হতে পারে। সিংহ/ LEO: আজ প্রণয়াসক্তি হতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে শোকগ্রস্ত হয়ে থাকতে পারেন। তুলা/ LIBRA: কোনও কারণে বিরক্তির উদ্রেক হতে পারে। বৃশ্চিক/ Scorpio: শুভ প্রয়াস করতে পারেন আজ। ধনু/ SAGITTARIUS: সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। মকর/ CAPRICORN: আজ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ শত্রুহানি হতে পারে। মীন/ PISCES : পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন।
মেষ/ ARIES: আজকের দিনটি আপনার ব্যয়বাহুল্যের মধ্যে কাটবে।বৃষ/ TAURUS: আজ অর্থাগম হতে পারে। মিথুন/ GEMINI : শত্রুতায় ক্ষতি হতে পারে। কর্কট/ CANCER : আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। সিংহ/ LEO: আজ ভ্রমণযোগ রয়েছে। কন্যা/ VIRGO: আজ অপচয়ের যোগ রয়েছে। তুলা/ LIBRA: পরোপকারের কারণে ব্যয় হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও বাহন ক্রয়ের ইচ্ছা হতে পারে। ধনু/ SAGITTARIUS: বিশ্বাসঘাতকতার মুখে পড়তে পারেন। মকর/ CAPRICORN: আজ পদোন্নতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কর্তব্যে ত্রুটি দেখা দিতে পারে। মীন/ PISCES : স্নায়ুরোগে কষ্ট পেতে পারেন।
মেষ/ ARIES: মধুর কথাবার্তায় ফললাভ করতে পারেন।বৃষ/ TAURUS: নিজের ভুলে ক্ষতি হতে পারে।মিথুন/ GEMINI : মনে প্রফুল্লতা জাগতে পারে। কর্কট/ CANCER : সমস্যা বৃদ্ধি পেতে পারে।সিংহ/ LEO: ভোগবিলাস করতে পারেন আজ।কন্যা/ VIRGO: আজ পিতার স্বাস্থ্যহানি হতে পারে।তুলা/ LIBRA: পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে আজ।বৃশ্চিক/ Scorpio: রক্তপাতের সম্ভাবনা রয়েছে।ধনু/ SAGITTARIUS: পারিবারিক সমস্যা হতে পারে। মকর/ CAPRICORN: কোনও অভীষ্ট সিদ্ধি হতে পারে।কুম্ভ/ AQUARIUS: শিক্ষায় বাধা সৃষ্টি হতে পারে। মীন/ PISCES : সন্তানের কাজে উদ্বেগ সৃষ্টি হতে পারে।
মেষ/ ARIES: জনসেবায় ব্যস্ত থাকবেন।বৃষ/ TAURUS: আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : প্রতিযোগিতায় সাফল্য আসতে পারে।কর্কট/ CANCER : ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।সিংহ/ LEO: আজ দুর্ঘটনার যোগ রয়েছে।কন্যা/ VIRGO: কর্মে সুখ্যাতি। তুলা/ LIBRA: আজ কারুর সহযোগিতা লাভ করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কাজে ব্যাঘাত ঘটতে পারে।ধনু/ SAGITTARIUS: বাড়িতে সমস্যা সৃষ্টি হতে পারে।মকর/ CAPRICORN: সুখকর বদলি হতে পারে।কুম্ভ/ AQUARIUS: জমিবাড়ি ক্রয়ের যোগ আছে আজ।মীন/ PISCES : কর্মসংস্থানের সুযোগ আসতে পারে।
পেটে লাথি মেরে বধূর গর্ভজাত সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগে স্বামী ও ভাশুরকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম সাদ্দাম শেখ ও সামাত শেখ। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার আমবোনা গ্রামে। ভাতার থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার দুই ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। সিজেএম ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী শুক্রবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন।আরও পড়ুনঃ পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রীর স্বামীপুলিস জানিয়েছে, নির্যাতিতা গৃহবধূর নাম চুমকি বেগম। গলসি থানার গোলগ্রামে চুমকির বাবার বাড়ি। বছর চারেক আগে ভাতারের আনবোনার যুবক সাদ্দামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়েতে চাহিদামতো পণ দিয়েছিল বধূর বাবার বাড়ির লোকজন। বিয়ের দুমাস পর যৌতুকের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলে বধূর উপর মানসিক নির্যাতন শুরু হয়। পাশাপাশি তাঁর স্বামী বাইক কেনার জন্য চুমকিকে বাপের বাড়ি থেকে আরও ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেওয়া শুরু করে। এই পরিস্থিতিতে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে গৃহবধূর বাপের বাড়ি লোকজন জামাইকে বাইক কিনে দেয়। এছাড়াও আরও ২০ হাজার টাকা দেওয়া হয়।আরও পড়ুনঃ পেগাসাস স্পাইওয়্যার! ভাবের ঘরে চুরি? আপনি কতটা সুরক্ষিত? আক্রান্ত কারা?অভিযোগ, এসব চাহিদা পূরণ হলেও বধূ নির্যাতন বন্ধ হয়নি। অত্যাচার চলতেই থাকে। গৃহবধূ চুমকি ৪ মাসের অন্তঃসত্ত্বা থাকার সময়ে তাঁকে গর্ভপাত করার জন্য এরপর চাপ দেওয়া শুরু করে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা। চুমকি তাতে রাজি না হওয়ায় তাঁর উপর অত্যাচার বাড়ে। ২০১৮ সালের ৩০ আগস্ট রাতে তাঁকে মারধর করা হয়। পেটে লাথি মারা হয়। তাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাপের বাড়ির লোকজন তাঁকে বর্ধমান শহরের একটি নাির্সংহোমে নিয়ে আসেন। সেখান থেকে তাঁকে পানাগড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত সন্তান প্রসব করেন। দুমাস পর তিনি শ্বশুরবাড়িতে ফেরেন। ফের তাঁর উপর নির্যাতন শুরু হয়। দুমাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার বিচার চেয়ে চুমকি বেগম বর্ধমান আদালতে মামলা করেন। সিজেএম কেস রুজু করে তদন্তের জন্য ভাতার থানার ওসিকে নির্দশ দিলে পুলিশ বধূর স্বামী ও ভাশুরকে গ্রেপ্তার করে।
মেষ/ ARIES: মাথায় দুর্বুদ্ধি খেলতে পারে।বৃষ/ TAURUS: প্রেমে বাধা পেতে পারেন।মিথুন/ GEMINI : আজ আপনার প্রতিভার বিকাশ হতে পারে। কর্কট/ CANCER : আজ কোনও কারণে মানহানি হতে পারে। সিংহ/ LEO: জলপথে আজ বিপদ হতে পারে। কন্যা/ VIRGO: আজ আপনার কার্য্যসিদ্ধি হবে। তুলা/ LIBRA: আজ বিড়ম্বনায় পড়তে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ বৈষয়িক সমাধান হতে পারে। ধনু/ SAGITTARIUS: পারিবারিক কলহের সৃষ্টি হতে পারে। মকর/ CAPRICORN: চাকরি পেতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: লটারিতে অর্থপ্রাপ্তি। মীন/ PISCES : আলস্যের কারণে ক্ষতি হতে পারে।
রেশনের খাদ্যসামগ্রী পাচারের অভিযোগে ডিলারসহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ১০টি বস্তায় ভর্তি ৫ কুইন্টল চাল ও ৮টি বস্তায় ভর্তি ৪ কুইন্টাল গম। ধৃতরা হলেন ডিলার তুলসীরঞ্জন মুখোপাধ্যায় ও মোটর ভ্যান চালক তাপস দাস। প্রথমজনের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতরের এওড়া গ্রামে। অপর ধৃত ভাতারের আড়া গ্রামের বাসিন্দা। ভাতার থানার পুলিশ বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়ে উদ্ধার হওয়া খাদ্য সামগ্রী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। দুই ধৃতকেই বৃহস্পতিবার পেশ করে বর্ধমান আদালতে। ভারপ্রাপ্ত সিজেএম দুই ধৃতের জামিন নামাঞ্জুর করে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । পুলিশ জানিয়েছে, গোপন সুত্রে বুধবার সন্ধ্যায় পুলিশ খবর পায় এওড়া গ্রামের রেশন ডিলার তুলসিরঞ্জন মুখোপাধ্যায় রেশনের বেশ কিছু খাদ্য সামগ্রী পাচার করছে। সেই খবর পেয়েই পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ পৌঁছানোর আগেই তাপস দাসের মোটরভ্যানে রেশনের ১০ বস্তা চাল ও ৮ বস্তা গম লোড করে ফেলেছিল ডিলার। পুলিশ হাতেনাতে তাদের ধরে ফেলে। খবর পেয়ে ব্লক খাদ্য আধিকারিক দয়াময় গোস্বামীও ঘটনাস্থলে পৌঁছান । পুলিশ দুজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় খাদ্যসামগ্রী পাচারের কথা কবুল করার পরেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, খোলা বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে রেশনের খাদ্য সামগ্রী পাচার করা হচ্ছিল।
মেষ/ ARIES: বিনিয়োগ করলে আজ আভ হতে পারে। বৃষ/ TAURUS: কর্মে সাফল্য আসতে পারে। মিথুন/ GEMINI : শান্তির আশা করতে পারেন আজ। কর্কট/ CANCER : অতিক্রোধে ক্ষতি হতে পারে আজ। সিংহ/ LEO: উত্তরাধীকার সূত্রে আজ প্রাপ্তি হতে পারে। কন্যা/ VIRGO: সম্পত্তি সংস্কারে হাত দিতে পারেন আজ। তুলা/ LIBRA:মানসিক ক্লেশে ভুগতে হতে পারে আজ। বৃশ্চিক/ Scorpio: কর্মক্ষেত্রে বদলি হতে পারে। ধনু/ SAGITTARIUS: অনর্থপাত হতে পারে আজ। মকর/ CAPRICORN: শরীরে কোনও কষ্ট হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে মনে চিন্তা হতে পারে। মীন/ PISCES : নতুন কোনও উদ্যোগ নিতে পারেন।
মেষ/ ARIES: কর্মে বিভ্রাট দেখা দিতে পারে। বৃষ/ TAURUS: দাম্পত্য কলহের শিকার হতে পারে। মিথুন/ GEMINI : মামলায় মোকদ্দমায় হার হতে পারে। কর্কট/ CANCER : অসৎ কাজ করলে ক্ষতি হতে পারে। সিংহ/ LEO: রাজনীতির জন্য শুভ।কন্যা/ VIRGO: আজ মন নিরানন্দ হতে পারে কোনও কারণে। তুলা/ LIBRA: হঠকারী সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: অনেকদিনের আশাপূরণ হতে পারে। ধনু/ SAGITTARIUS: বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে আজ। মকর/ CAPRICORN: শেয়ার বাজারে ক্ষতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: ব্যবসায় ক্ষতির মুখ দেখতে হতে পারে। মীন/ PISCES : শত্রুর কারণে ভয় পেতে পারেন।