মেষ/ ARIES: আজ অর্থাভাবে ভুগতে পারেন। বৃষ/ TAURUS: আপনার গৌরববৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : প্রেমপ্রীতির সঙ্গ লাভ করতে পারেন। কর্কট/ CANCER : পারিবারিকভাবে আজকের দিনটি শুভ। সিংহ/ LEO: কোনও কারণে অনুতাপ হতে পারে। কন্যা/ VIRGO: রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। তুলা/ LIBRA: নতুন কোনও প্রচেষ্টা করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ। মকর/ CAPRICORN: হঠাৎ কারুর প্রতি বিরোধ মনোভাব জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। মীন/ PISCES : কারুর কাছে নতিস্বীকার করতে পারেন।
মেষ/ ARIES: আজ মানহানির সম্ভাবনা রয়েছে।বৃষ/ TAURUS: কর্তব্যপরায়ন মনোভাব দেখাবেন।মিথুন/ GEMINI : আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে।কর্কট/ CANCER : আজ স্বাস্থ্যহানি হতে পারে। সিংহ/ LEO: আজ অর্থলাভ হতে পারে।কন্যা/ VIRGO: অর্থবিনিয়োগ করলে লাভ হতে পারে। তুলা/ Libra: আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে উৎসাহান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও কিছু পেতে পারেন। মকর/ CAPRICORN: বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর উপর প্রভাব বিস্তার করতে পারেন। মীন/ PISCES : কোনও মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ।
মেষ/ ARIES: কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: ব্যভিচারের শিকার হতে পারেন।মিথুন/ GEMINI : কোনও মনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্কট/ CANCER : পিতার জন্য শোক হতে পারে।সিংহ/ LEO: মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন।তুলা/ LIBRA: কোনও খারাপ খবর পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ সঞ্চয় করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে ক্রোধের বশবর্তী হতে পারেন। মকর/ CAPRICORN: কোনও মহিলাদ্বারা প্রতারিত হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। মীন/ PISCES : দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
মেষ/ ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/ TAURUS: শরিকি বিবাদের জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : মনে অনুতাপ হতে পারে।কর্কট/ CANCER : মনে বিচ্ছেদভয় জন্মাতে পারে। সিংহ/ LEO: আজ বিদ্যানুরাগ হতে পারে। কন্যা/ VIRGO: আগুনের থেকে ভয় হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও কারণে মায়ের সঙ্গে বিরোধ বাধতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ পরনির্ভরতা দেখা দিতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: আজ সৌভাগ্যবৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: পরিশ্রমবৃদ্ধী পেতে পারে কোনও কারণে। মীন/ PISCES : আজ বদলির সম্ভাবনা রয়েছে।
মেষ/ ARIES: প্রতিবেশী বিবাদ ঘটতে পারে। বৃষ/ TAURUS: ন্যায্যপ্রাপ্তিতে বাধা পেতে পারেন। মিথুন/ GEMINI : আজ অপযশের শিকার হতে পারেন। কর্কট/ CANCER : প্রবল ভোগেচ্ছা হতে পারে। সিংহ/ LEO: সংঘর্ষে ক্ষতি পারে। কন্যা/ VIRGO: মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তুলা/ LIBRA: প্রণয় সুখ ভোগ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: অম্লরোগে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: বুদ্ধিভ্রম হতে পারে আজ। মকর/ CAPRICORN: সন্তানের দ্বারা পীড়া পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : দুঃখভোগ করতে পারেন।
মেষ/ ARIES: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন। মিথুন/ GEMINI : কলানুশীলনে মন দিতে পারেন। কর্কট/ CANCER : আজ ক্লেশভোগ করতে পারেন। সিংহ/ LEO: অনেক দিনের আশাপূরণ হতে পারে আজ। কন্যা/ VIRGO: প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন। তুলা/ LIBRA: আজ ঋণপরিশোধ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ নিরানন্দ থাকতে পারেন। মকর/ CAPRICORN: ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মীন/ PISCES : যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।
প্রয়াত একজন রক তারকা। তিনি ব্রিটিশ রক সংগীতের দল দ্য রোলিং স্টোনস-এর ড্রামার চার্লি ওয়াটস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুর খবর সংবাদ সংস্থা এএফপি-কে নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র। ১৯৬২ সালে পথচলা শুরু হয়দ্য রোলিং স্টোনস-এর। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন চার্লি ওয়াটস। এদিন ওয়াটসের মুখপাত্র জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় চার্লি ওয়াটস আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ লন্ডনের হাসপাতালে পরিবারের উপস্থিতিতেই শেষ যাত্রার পথে পাড়ি দেন চার্লি। দ্য রোলিং স্টোনসের অফিশিয়্যাল টুইটারের পাতায় এই শোকবার্তা জানানো হয়েছে। চলতি মাসের শুরুতেই দ্য রোলিং স্টোনসের আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস। এর আগে ২০০৫ সালে গলায় ক্যানসার ধরা পড়েছিল তাঁর, কিন্তু মারণরোগের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি।আরও পড়ুনঃ তালিবানদের ভয়, দেশ ছাড়লেন পপ তারকাগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই বিশ্বের অন্যতম চর্চিত এবং সফল ড্রামার। দ্য রোলিং স্টোনসের কিছু উল্লেখযোগ্য অ্যালবাম, বেগার্স ব্যাংকুয়েট (১৯৬৮), লেট ইট ব্লিড (১৯৬৯), স্টিকি ফিংগার্স (১৯৭১), এবং এক্সাইল ওন মেইন স্ট্রিট (১৯৭২)। দ্য বিটলস এবং দ্য হু এর মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুল জনপ্রিয় ছিল এই ব্যান্ড। ব্লুজ এবং ৫০ এর দশকের রক এ্যন্ড রোল সঙ্গীতের অনুপ্রেরণা নিয়ে মৌলিক সংগীত তৈরি করেছিল দ্য রোলিং স্টোনস। পৃথিবীর সর্বকালের সেরা রক অ্যান্ড রোল ব্যান্ডের তালিকায় একদম প্রথমের সারিতে রয়েছে এই ব্যান্ড, সেই সফরের অন্যতম কাণ্ডারী চার্লি ওয়াটস। আজ পর্যন্ত এই ব্যান্ড মোট ৩০টি স্টুডিও অ্যালবাম, ২৩টি লাইভ অ্যালবাম এবং বেশ কয়েকটি সংকলিত অ্যালবাম প্রকাশ করেছে, সারা বিশ্বে তাঁদের ২০০ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি হয়েছে।
মেষ/ ARIES: কারুর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ।বৃষ/ TAURUS: চরিত্রহননের সম্ভাবনা আছে। মিথুন/ GEMINI : মনে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজ। কর্কট/ CANCER : কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: আজ দুঃখভোগ করতে পারেন। কন্যা/ VIRGO: প্রণয়াসক্তি জন্মাতে পারে মনে। তুলা/ LIBRA: চোখের রোগে কষ্ট পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধনু/ SAGITTARIUS: পরার্থে ক্ষতি হতে পারে। মকর/ CAPRICORN: কার্যসিদ্ধি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও দ্রব্যাদি লাভ করতে পারেন। মীন/ PISCES : কোনও কারণে লাঞ্ছনা ভোগ করতে পারেন।
গোষ্ঠীদ্বন্দ্বে বর্ধমানে খুন হল এক তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল কর্মীর নাম অশোক মাঝি (৩৮)। জখম অশোক মাঝিকে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই মারা যান তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শহর বর্ধমানে।আরও পড়ুনঃ বেড পেতে গেলে আরেকটি শিশুর মৃত্যু অবধি অপেক্ষা করতে হবে!জানা গিয়েছে, বর্ধমানে পুরপ্রশাসক বোর্ড গঠন হওয়ার পর থেকেই শহরে দলের একাংশ পথ অবরোধ, পুরসভায় বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীরা বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলেই দলীয় সূত্রে খবর। যদিও এটা তৃণমূলের নীচু তলার ক্ষোভের ফল বলেই বিধায়ক ঘনিষ্ঠদের দাবি। শহরের বিভিন্ন ওয়ার্ডে মিছিল পাল্টা মিছিল চলছে। একপ্রকার শহরের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তারই মধ্যে এই খুনের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়াল।মঙ্গলবার ফের অশান্তি বর্ধমানে। এবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের উপর হামলার অভিযোগ উঠলো দলেরই একাংশের বিরুদ্ধে। অভিযোগ, পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে খালাসি পাড়ায় সেলিম ও তার সহযোগীদের কয়েকজন বহিরাগত রড, লাঠি দিয়ে আক্রমণ করে। তাঁর অভিযোগ, আক্রমণকারীরা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ও তৃণমূল নেতা শিবশংকর ঘোষের অনুগামী। তাদের অঙ্গুলি হেলনেই তাঁর উপর হামলা করা হয়। হামলার ঘটনায় প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিম সহ তিনজন জখম হয়। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশংকর ঘোষ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি এই ঘটনায় কোন ভাবেই জড়িত নন।
মেষ/ ARIES: শত্রুর ভয় হতে পারে। বৃষ/ TAURUS: আজ দানধ্যান করতে পারেন। মিথুন/ GEMINI : আত্মীয়বিরোধ ঘটতে পারে আজ। কর্কট/ CANCER : আজ সম্মানহানি হতে পারে। সিংহ/ LEO: মেধার বিকাশ ঘটতে পারে আজ। কন্যা/ VIRGO: পদোন্নতির সুযোগ আসতে পারে। তুলা/ LIBRA: আজ শ্বাসকষ্ট হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোথাও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধনু/ SAGITTARIUS: প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। মকর/ CAPRICORN: পথে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: সাধুসঙ্গ লাভ করতে পারেন। মীন/ PISCES : কাজের প্রতি অনিহা জন্মাতে পারে।
বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে অভুক্ত থাকতে হচ্ছে মালদার বানভাসি বহু মানুষকে। মালদার হরিশ্চন্দ্রপুরে ফুলহারের জলে প্লাবিত ৮ টি গ্রাম। প্লাবিত ঘর বাড়ি, জমি। জলবন্দি প্রায় ৫ হাজার পরিবার। অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিতে চলেছেন এই ৮ টি গ্রামের মানুষ। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ৮ টি গ্রাম কাউয়াডোল, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, মিরপাড়া, রশিদপুর, খোপাকাঠি,তাঁতিপাড়া এবং ইসলামপুরে ফুলহার গ্রাম এখনও প্লাবিত।গত পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে এই সব গ্রামে নামমাত্র ভোট পেয়েছে তৃণমূল। গ্রামবাসীদের অভিযোগ, সেই কারণেই তাঁরা যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত। এমনকী, দেওয়া হচ্ছে না ত্রাণও। জুটছে না একটা ত্রিপলও। নেই খাওয়ার, নেই পানীয় জল। কার্যত অনাহারেই দিন কাটাচ্ছেন জলবন্দি প্রায় ৫ হাজার পরিবার। রাগ-ক্ষোভ জমতে জমতে এবার তা বিক্ষোভের আকার নিয়েছে। গ্রামে বিক্ষোভ দেখাচ্ছেন দুর্গতরা। সোমবার সকাল থেকেই গ্রামে গ্রামে বিক্ষোভ শুরু হয়েছে।আরও পড়ুনঃ বর্ধমান আদালতের লক্লার্ককে অপহরণ করে মুক্তিপন দাবি, গ্রেপ্তার অপহরণকারীদুর্গতদের অভিযোগ, বন্যা পরিস্থিতি মালদার বিভিন্ন ব্লকেই। কিন্তু বেছে বেছে ত্রাণ বিলি করা হচ্ছে। বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি হিসেবে তাঁদের ত্রাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকী, প্রশাসনও এই বিষয়ে মদত দিচ্ছে। তাঁদের আরও অভিযোগ, জল থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কিন্তু চিকিৎসা করাতে পারছেন না। কারণ তাঁদের স্বাস্থ্য সাথী কার্ডও নেই। এমনকী, করোনা ভ্যাকসিন থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় এক মহিলার কথায়, ;আমাদের খাবার জুটছে না। ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকি। আমাদের তো কোথাও যাওয়ার উপায় নেই।আরও পড়ুনঃ অক্টোবরেই চরম আকার নেবে তৃতীয় ঢেউ!এইসব গ্রামগুলোর মানুষের দুর্ভোগের কারণ শুধুমাত্রই কী শাসক দলকে ভোট না দেওয়া? মুখ্যমন্ত্রী অবশ্য দলের সব স্তরের কর্মীদের এইধরনের ভেদাভেদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। ত্রাণ থেকে যাতে কাউকেই বঞ্চিত না করা হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন। কিন্তু, নেত্রীর কথা উপেক্ষা করেই চলছে সবকিছু। কার্যত অনাহারে দিন কাটছে জলবন্দি ৫ হাজার পরিবারের।
মেষ/ ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: খেলাধূলায় সাফল্য আসতে পারে।মিথুন/ GEMINI : সম্পর্কে ফাটল ধরতে পারে।কর্কট/ CANCER : ভালো কাজের জন্য ব্যয় হতে পারে। সিংহ/ LEO: পিঠের ব্যথা দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাধতে পারে। তুলা/ LIBRA: কাজের ক্ষেত্রে সংস্থা পরিবর্তন করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কারুর কাছ থেকে সহায়তা লাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজ মানমর্যাদা বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে মন বিষাদগ্রস্ত থাকতে পারে। কুম্ভ/ AQUARIUS: অসদুপায়ে কোনও লাভ হতে পারে। মীন/ PISCES : মনে দুর্বুদ্ধি জন্মাতে পারে।
মেষ/ ARIES: আজ কোনওকিছুতে মিশ্রফল ভোগ করতে পারেন। বৃষ/ TAURUS: সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : শিক্ষকদের জন্য শুভ। কর্কট/ CANCER : আজ শত্রুবৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: আর্থিক উন্নতি হতে পারে। কন্যা/ VIRGO: দ্বিমুখী আয় হতে পারে। তুলা/ LIBRA: বদলির সম্ভাবনা রয়েছে আজ। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে চিন্তান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ সুনাম বৃদ্ধি পেতে পারেন। মকর/ CAPRICORN: পদোবনতি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: জনহিতকর কাজ করতে পারেন আজ। মীন/ PISCES : চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।
প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাই দেবে কেন্দ্র। কোভিডে যারা কাজ হারিয়েছেন, তাঁদের জন্য এ বার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জানিয়েছেন, কর্ম-হারা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এ বার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সাধারণত দুভাগে এই টাকা দেওয়া হয়। একটি অংশ দেয় সেই সংস্থা যেখানে কোনও কর্মী কর্মরত অবস্থায় রয়েছেন। দ্বিতীয় অংশটি ওই কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হয়। উভয় ভাগের টাকাই কেন্দ্রের পক্ষ থেকেই দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কর্মচারী, এবং সংস্থা; উভয় পক্ষের পিএফ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।If in a district, more than 25,000 migrant workers working in the informal sector return to their native place will get benefits from 16 Central schemes for employment. In 2020, we increased the MGNREGA budget from Rs 60,000 cr to around Rs 1 lakh cr due to COVID:Finance Minister pic.twitter.com/9azlNN24D4 ANI (@ANI) August 21, 2021অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যও এ দিন বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, করোনার কারণে যদি কোনও জেলায় কমপক্ষে ২৫ হাজার শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তবে তাঁদের সুবিধার জন্য এবং রোজগার বৃদ্ধির কথা মাথায় রেখে মোট ১৬ টি জনকল্যাণমূলক প্রকল্প কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। যার লাভ তাঁরা নিতে পারেন। অতিমারির কারণে যেহেতু প্রচুর পরিমাণ দিনমজুর এবং পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন, তাই সেই মানুষগুলির কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মনরেগার বাজেট ৬০ হাজার কোটি থেকে বাড়িয়ে ১ লক্ষ কোটি টাকা করেছে কেন্দ্র। এমনটাও জানান অর্থমন্ত্রী।
আফগানিস্তান তালিবানদের ক্ষমতায় আসার পর দেশে আলোড়ন পরে গেছে। তালিবানদের ভয়ে অনেকেই দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। দেশজুড়ে এখন টালমাটাল পরিস্থিতি। তালিবানরা ঘোষণা করেছে, শরিয়া অনুযায়ী দেশ চলবে। সকলকেই মানতে হবে। এই পরিস্থিতিতে জঙ্গিদের শাসনমুক্ত হতে চেয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করা আফগানদের দলেই নাম লেখালেন আফগান পপ তারকা আরিয়ানা সঈদ। আফগানিস্তানের বিভিন্ন অনুষ্ঠানে পপ সঙ্গীত গেয়ে বেড়াতেন আরিয়ানা। কখনওই পোশাক নিয়ে গোঁড়ামি দেখা যায়নি তাঁর। বরং খোলামেলা সাহসী পোশাকেই বারবার তাঁকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। কিন্তু তালিবান শাসনে আর সেসব করা যাবে না। তালিবান জানিয়েছেন বোরখা আফগানিস্তানে বাধ্যতামূলক হলেও মেয়েদের হিজাব পরতেই হবে। এই পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি ভালই আন্দাজ করেছিলেন আরিয়ানা। তাই তড়িঘড়ি আমেরিকার উদ্ধারকারী বিমানে দেশ ছেড়েছেন তিনি। নেটমাধ্যমে আরিয়ানার অনুরাগী মহল তাঁকে যথেষ্ট চিন্তিত ছিল। তাঁদের সকলকে আশ্বস্ত করেছেন পপ তারকা। ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি সুরক্ষিত আছেন। আফগানিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে মাইক হাতে দেখা যেত আরিয়ানা সঈদকে। খোলা মঞ্চে ও গান গাইতেন তিনি। কখনও বোরখা বা হিজাব পরেননি। সুইজারল্যান্ডে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আরিয়ানা। তাই পোশাক নিয়ে গোঁড়ামি কখনও তাঁর মনে বাসা বাঁধতে পারেনি। আফগানিস্তান থেকে আমেরিকা সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর তালিবান আগ্রাসন দানা বাঁধতে শুরু করে। বিপদ বুঝে তাই দেশ ছেড়ে যান আরিয়ানা।
মেষ/ ARIES: আজ পরোপকার করতে পারেন।বৃষ/ TAURUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মিথুন/ GEMINI : আজ ঋণ নেওয়ার যোগ রয়েছে। কর্কট/ CANCER : পৈত্রিকসূত্রে লাভ করতে পারেন। সিংহ/ LEO: আইনি পরামর্শ লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তুলা/ LIBRA: আজ প্রশংসা লাভ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: বিদ্যায় সাফল্যলাভ করতে পারেন। মকর/ CAPRICORN: কোনও রমণীর প্রতি প্রীতি জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: লটারি পেতে পারেন আজ। মীন/ PISCES : আজ পরনির্ভর হয়ে পড়তে পারেন।
মেষ/ ARIES: প্রণয়ে বিঘ্ন হতে পারে। বৃষ/ TAURUS: শিক্ষায় ব্যাঘাত ঘটতে পারে। মিথুন/ GEMINI : আজ স্বার্থত্যাগ করতে পারেন। কর্কট/ CANCER : আজ প্রসন্নতা লাভ করতে পারেন। সিংহ/ LEO: মানসিক আঘাত পেতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে বিপর্যয় দেখা দিতে পারে। তুলা/ LIBRA: আজ রোগমুক্তি হবে। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে আঘাত লাগতে পারে। ধনু/ SAGITTARIUS: রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মকর/ CAPRICORN: পরিবারে কোনও শুভ যোগাযোগ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কর্মক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। মীন/ PISCES : আজ অনর্থপাত হতে পারে।
মেষ/ ARIES: মিথ্যাপবাদে জড়িয়ে পড়তে পারেন। বৃষ/ TAURUS: অযথা অর্থব্যয় হতে পারে। মিথুন/ GEMINI : ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। কর্কট/ CANCER : কোনও আঘাত পেতে পারেন। সিংহ/ LEO: আজ বিরহে ভুগতে পারেন। কন্যা/ VIRGO: দাম্পত্যসুখ পেতে পারেন আজ। তুলা/ LIBRA: আজ কোনও মনোবাঞ্ছা পূরণ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কার্যসিদ্ধি হতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও বিয়োগবার্তা পেতে পারেন। মকর/ CAPRICORN: চাকরিক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: গীতবাদ্যানুরাগ হতে পারে। মীন/ PISCES : বাড়িতে চোরের ভয় হতে পারে।
মেষ/ ARIES: অন্যের জন্য ব্যয় করতে পারেন। বৃষ/ TAURUS: আজ ধন ও মান বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে অশান্তি হতে পারে। কর্কট/ CANCER : নতুন কর্মোদ্যমে লাগতে পারেন। সিংহ/ LEO: আজ সাফল্য লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: সাংসারিক ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। ধনু/ SAGITTARIUS: আনন্দ লাভ করতে পারেন আজ। মকর/ CAPRICORN: অহংকার বোধ করতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: শুভ যোগাযোগ হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।
মেষ/ ARIES: আজ প্রীতিলাভ করতে পারেন।বৃষ/ TAURUS: কোনও মামলায় জয় পেতে পারেন।মিথুন/ GEMINI : মনে আশার সঞ্চার হতে পারে। কর্কট/ CANCER : নৈতিক জয় হতে পারে আজ।সিংহ/ LEO: আজ পরাক্রম বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: কর্মে কোন্ও কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে চিন্তান্বিত থাকতে পারেন। বৃশ্চিক/ Scorpio: উদারতা প্রদর্শন করতে পারেন। ধনু/ SAGITTARIUS: ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ স্বার্থত্যাগ করতে পারেন। মীন/ PISCES : মনে কোনও কারণে উৎকণ্ঠা দেখা দিতে পারে।