মেষ/ARIES: কাজে অনিহা দেখা দিতে পারে।বৃষ/TAURUS: অসাধুতায় ফেঁসে যেতে পারেন।মিথুন/GEMINI: তিক্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: সঙ্গীতে সুখ্যাতি লাভ করতে পারেন।সিংহ/LEO: প্রসন্নতালাভ করতে পারেন।কন্যা/VIRGO: আজ প্রাপ্তিযোগ রয়েছে।তুলা/ LIBRA: সায়েন্স চর্চায় সাফল্য।বৃশ্চিক/Scorpio: আজ অপযশ হতে পারে।ধনু/SAGITTARIUS: সমাজসেবায় ব্যস্ত থাকতে পারেন।মকর/CAPRICORN: সার্বিক উন্নতি করতে পারেন।কুম্ভ/AQUARIUS: অসাবধানতায় রোগ বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: তর্ক-বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
মেষ/ARIES: মামলায় জড়িয়ে পড়তে পারেন।বৃষ/TAURUS: পথ দুর্ঘটনা হতে পারে।মিথুন/GEMINI: পরিকল্পনা সফল হতে পারে।কর্কট/CANCER: আর্থিক চিন্তা হতে পারে।সিংহ/LEO: সৎকাজে ব্যয় করতে পারেন।কন্যা/VIRGO: মানসিক অবসাদে ভুগতে পারেন।তুলা/ LIBRA: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: সাফল্য লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে।মকর/CAPRICORN: চিকিৎসা বিভ্রাট।কুম্ভ/AQUARIUS: বিলাসিতা করতে পারেন।মীন/ PISCES: আত্মতৃপ্তি ভোগ করতে পারেন।
মেষ/ARIES: আজ ভাগ্যোদয় হতে পারে।বৃষ/TAURUS: পাওনা আদায় হতে পারে।মিথুন/GEMINI: অপদস্ত হতে পারেন।কর্কট/CANCER: আর্থিক অনটন হতে পারে।সিংহ/LEO: আত্মীয় বিরোধ হতে পারে।কন্যা/VIRGO: প্রণয়ে জটিলতা হতে পারে।তুলা/ LIBRA: অম্লরোগে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: সম্মানবৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: প্রতিপত্তি লাভ করতে পারেন।মকর/CAPRICORN: বাড়িতে সমস্যা হতে পারে।কুম্ভ/AQUARIUS: ক্রমোন্বতি হতে পারে।মীন/ PISCES: ভুল বোঝাবুঝি হতে পারে।
মেষ/ARIES: অনিদ্রায় কষ্ট পেতে পারেন।বৃষ/TAURUS: আজ কোনও উপহারপ্রাপ্তি হবে।মিথুন/GEMINI: পৈতৃক ব্যবসায় ঝামেলা হতে পারে।কর্কট/CANCER: সাহসের কারেণ বিপদমুক্ত হবেন।সিংহ/LEO: সংঘর্ষে ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: উন্নয়নমূলক কাজ করতে পারেন।তুলা/ LIBRA: কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ধনু/SAGITTARIUS: পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।মকর/CAPRICORN: আশাতীত ফললাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: কন্যার জন্য চিন্তা হতে পারে।মীন/ PISCES: সাংসারিক চিন্তা হতে পারে।
মেষ/ARIES: সুসম্পর্ক বজায় থাকবে।বৃষ/TAURUS: প্রশংসা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: শান্তি বিঘ্নিত হতে পারে।কর্কট/CANCER: ভাইয়ের সঙ্গে বিরোধ হতে পারে।সিংহ/LEO: বন্ধনভয় হতে পারে।কন্যা/VIRGO: মনে আশার সঞ্চার হতে পারে।তুলা/ LIBRA: অশান্তি হতে পারে আজ।বৃশ্চিক/Scorpio: ভ্রমণের সময় বিপদ হতে পারে।ধনু/SAGITTARIUS: আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে।মকর/CAPRICORN: কর্মস্থলে অশান্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS: বাকচাতুরি করতে পারেন।মীন/ PISCES: সুপরামর্শ লাভ করতে পারেন।
মেষ/ARIES: মন উৎফুল্ল হতে পারে।বৃষ/TAURUS: কোনও বাসনা পূরণ হতে পারে আজ।মিথুন/GEMINI: পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।কর্কট/CANCER: সমস্যা বৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: নতুন কোনও কাজ শুরু করতে পারেন।কন্যা/VIRGO: দেহারোগ্য হবে আজ।তুলা/ LIBRA: আগুনে ভয় রয়েছে আজ।বৃশ্চিক/Scorpio: বাতের ব্যথা দেখা দিতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।মকর/CAPRICORN: আজ উপার্জন বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: আয়ের পথ প্রশস্ত হতে পারে।মীন/ PISCES: মাথায় যন্ত্রণা ভোগ করতে পারেন।
মেষ/ARIES: আজ অভিমান হতে পারে।বৃষ/TAURUS: বিদ্যুৎ থেকে বিপদ হতে পারে।মিথুন/GEMINI: আজ অর্থব্যয় হতে পারে।কর্কট/CANCER: উচ্চিশক্ষার সুযোগ আসতে পারে।সিংহ/LEO: শ্বাসকষ্টাদিতে ভুগতে পারেন।কন্যা/VIRGO: মনে বিষন্নতা আসতে পারে।তুলা/ LIBRA: আজ স্বাস্থ্যহানি হতে পারে।বৃশ্চিক/Scorpio: শ্লেষ্মাবৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: সাধুসঙ্গ লাভ করতে পারেন।মকর/CAPRICORN: বৃত্তিগত প্রশিক্ষণ লাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: আজ সম্মানপ্রাপ্তি হতে পারে।মীন/ PISCES: পরীক্ষায় সাফল্য আসতে পারে।
পরিচালক শৈবাল মিত্রর নতুন ছবি তখন কুয়াশা ছিল। সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস তখন কুয়াশা ছিল ছিল থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি নির্মাণ করছেন পরিচালক। তখন কুয়াশা ছিলর ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন শাশ্বত চ্যাটার্জী, বাসবদত্তা চ্যাটার্জী, সুকৃতি লাহিড়ী, অঙ্কিতা মজুমদার সহ আরও অন্যান্যরা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ছবি প্রসঙ্গে পরিচালক জনতার কথা কে জানালেন,সইদ মুস্তাফা সিরাজের গল্প তখন কুয়াশা ছিল তে যা ছিল এখানেও সেটাই লক্ষ্য করা যাবে। প্রেমের গল্প। কি ঘটছে না ঘটছে। তার ঘাত-প্রতিঘাতে। এটাই বিষয়। সমসাময়িক সময়টা একটু অন্যভাবে ধরা হয়েছে এই ছবিতে। তিনি আরও জানান,নভেম্বরে ছবিটি মুক্তি পাবে। প্রথম সপ্তাহটা নন্দন ও নজরুল তীর্থ তে ছবিটি রিলিজ হবে। এরপর আরও অন্যান্য হলে ছবিটি দেখা যাবে। শুটিং কোথায় কোথায় হয়েছে উত্তরে জানালেন,ইলামবাজার, দুবরাজপুর, বর্ধমান, ইলামবাজারে জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে সেখানে শুটিং হয়েছে। আর ইন্ডোর হয়েছে কলকাতার টেকনিশিয়ান্স স্টুডিওতে।এই ছবির মাধ্যমেই অনেকদিনের বিরতির পর অভিনেত্রী হিসাবে দর্শকরা দেখতে পাবেন অঙ্কিতা মজুমদার কে। জনতার কথা কে তিনি জানালেন,এই ছবির শুটিং ৪ বছর আগে ২০১৭ তে করা। তবে অনেকদিন পর ফাইনালি ছবিটি রিলিজ করছে। সকলের মতো আমারও ভালো লাগছে। একটা লম্বা গ্যাপের পর আবার আমি কাজে ফিরতে পারছি।
মেষ/ARIES: আজ বিপদের আশঙ্কা রয়েছে।বৃষ/TAURUS: কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে।মিথুন/GEMINI: হতাশা থেকে মুক্তি পেতে পারেন।কর্কট/CANCER: বাড়িতে চোরের ভয় হতে পারে।সিংহ/LEO: ব্যবসায় ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: অস্থিরতা ভাব দেখা দিতে পারে।তুলা/ LIBRA: বিচ্ছেদের আশঙ্কা দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: লাঞ্ছনাভোগ করতে পারেন। ধনু/SAGITTARIUS: মানহানির যোগ রয়েছে।মকর/CAPRICORN: পারিবারিক অশান্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS:চোখের রোগে কষ্ট পেতে পারেন।মীন/ PISCES: সহায়তা লাভ করতে পারেন কারুর কাছ থেকে।
আজ চার কেন্দ্রে উপনির্বাচনের ফল। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় প্রেস্টিজ ফাইট। গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা। খড়দহে এবার হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। খড়দহের গণনাকেন্দ্রে ১৫০র বেশি ভোটকর্মী রয়েছেন। আজ চারটি কেন্দ্রের মধ্যে খড়দা অন্যতম নজরকাড়া কেন্দ্র। স্ট্রং রুমের সামনে কড়া নিরাপত্তা। এখানে ২২টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হচ্ছে। শেষ হাসি হাসবে কে? অপেক্ষা সময়ের।প্রসঙ্গত, ভবানীপুরে ভোটের ঠিক এক মাস পরেই চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান উত্তর ২৪ পরগনার খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। সেখানে জিতেছিল তৃণমূল। সেখানে এবার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় সাহা। ভোটের দিন এই কেন্দ্রে টানটান উত্তেজনা ছিল। বাংলাদেশী ভুয়ো ভোটার বিতর্ক থেকে প্রয়াত কাজল সিনহার নাবালক পুত্রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া বিজেপি প্রার্থী, সব মিলিয়ে এই কেন্দ্রের ভোটের ফলের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, খড়দহ বিধায়ক নয়, মন্ত্রীকে নির্বাচিত করে।অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরেই মারা যান দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এ ছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। মোট চার কেন্দ্রে ভোট হয়েছে ৩০ অক্টোবর।এদিকে ভোটের ফলাফলের উত্তেজনার পারদে ফুটছে কোচবিহার জেলার দিনহাটা। এই কেন্দ্রের বিধায়ক নিশীথ প্রামানিক জয়ী হলেও তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ হেরে যাওয়া উদয়ন গুহ এবার জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ।
মেষ/ARIES: রক্তে শর্করা বৃদ্ধি হতে পারে।বৃষ/TAURUS: সত্যি কথা বললে লাভ হবে।মিথুন/GEMINI: সাপের ভয় হতে পারে আজ।কর্কট/CANCER: শিক্ষায় ব্যঘাত ঘটতে পারে।সিংহ/LEO: স্বার্থত্যাগ করতে হতে পারে।কন্যা/VIRGO: দুর্ঘটনার যোগ রয়েছে আজ।তুলা/ LIBRA: কোনও বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: মানসিক আঘাত পেতে পারেন আজ।ধনু/SAGITTARIUS: রপ্তানি ব্যবসায লাভ হতে পারে।মকর/CAPRICORN: আজ ঋণমুক্তি হতে পারে।কুম্ভ/AQUARIUS: মামলায় জয় হতে পারে।মীন/ PISCES: আজ কাজের চাপবৃদ্ধি হতে পারে।
মেষ/ARIES: আজ ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: প্রসন্নতা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: আজ প্রাপ্তিযোগ রয়েছে।কর্কট/CANCER: সমস্যার সমাধান হবে আজ।সিংহ/LEO: লোকের অপবাদ শুনতে হতে পারে আজ।কন্যা/VIRGO: আজ প্রণয়াসক্তি হতে পারে।তুলা/ LIBRA: চাকরির সুযোগ আসতে পারে।বৃশ্চিক/Scorpio: ক্রোধান্বিত হতে পারেন আজ।ধনু/SAGITTARIUS: দুঃখভোগ করতে পারেন আজ।মকর/CAPRICORN: হারানো দ্রব্য ফেরত পারেন।কুম্ভ/AQUARIUS:পশুপালনে লাভ করতে পারেন।মীন/ PISCES: শ্বাসকষ্ট হতে পারে।
মেষ/ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/TAURUS: ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে।মিথুন/GEMINI: অর্থাগমে বিলম্ব হতে পারে।কর্কট/CANCER: নিকট ভ্রমণ করতে পারেন।সিংহ/LEO: আজ বুদ্ধিভ্রম হতে পারে।কন্যা/VIRGO: কর্মে পরিবর্তন হতে পারে।তুলা/ LIBRA: শুভ যোগাযোগ হতে পারে আজ।বৃশ্চিক/Scorpio: চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: আজ স্বরভঙ্গ হতে পারে।মকর/CAPRICORN: মাথায় ব্যথা হতে পারে।কুম্ভ/AQUARIUS:হঠকারিতায় ক্ষতি হতে পারে।মীন/ PISCES: দ্রব্যের অপচয় হতে পারে।
মেষ/ARIES: প্রলোভনে ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: আজ মিশ্রফল ভোগ করতে পারেন।মিথুন/GEMINI: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: বিনিয়োগে লাভ হতে পারে।সিংহ/LEO: ধর্মে মতি হতে পারে।কন্যা/VIRGO: আজ মানসিক শান্তি পেতে পারেন।তুলা/ LIBRA: ভ্রমণে আনন্দ পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: আজ অপব্যয় হতে পারে।ধনু/SAGITTARIUS: রাজনৈতিক জয় হতে পারে। মকর/CAPRICORN: আজ কান্তিক্ষয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: আজ রমণীপ্রীতি জন্মাতে পারে।মীন/ PISCES: আজ কোনও কারণে পরিতাপ করতে পারেন।
মেষ/ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: বৈষয়িক সমাধান হতে পারে।মিথুন/GEMINI: আজ বুদ্ধিভ্রম হতে পারে।কর্কট/CANCER: আজ কর্মপরিবর্তন হতে পারে।সিংহ/LEO: আজ শ্লেষ্মাভোগ করতে পারে।কন্যা/VIRGO: সন্তান-পীড়া হতে পারে।তুলা/ LIBRA: আজ সাহসীকতা প্রদর্শন করতে পারেন।বৃশ্চিক/Scorpio: আজ সঞ্চয়ের সুযোগ আসতে পারে।ধনু/SAGITTARIUS: আজ বিপদগ্রস্ত হতে পারেন।মকর/CAPRICORN: কাজে ক্ষতি হতে পারে।কুম্ভ/AQUARIUS: প্রাপ্তিতে বাধা হতে পারে।মীন/ PISCES: সঞ্চয়ের সুযোগ আসতে পারে।
মেষ/ARIES: কারুর সঙ্গে তিক্ততা বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: আজ বিত্তহানি হতে পারে।মিথুন/GEMINI: আজ আর্থিক চিন্তা হতে পারে।কর্কট/CANCER: অপসারিত হতে পারেন।সিংহ/LEO: আজ অপযশের যোগ রয়েছে।কন্যা/VIRGO: আজ বিপদমুক্ত হতে পারেন।তুলা/ LIBRA: শিক্ষায় অগ্রগতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: কোনও কারণে উত্তেজিত হতে পারেন।ধনু/SAGITTARIUS: চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।মকর/CAPRICORN: ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য আসতে পারে।কুম্ভ/AQUARIUS: আজ শ্বাসকষ্ট হতে পারে।মীন/ PISCES: ক্ষতিপূরণ করতে পারেন আজ।
মেষ/ARIES: আজ পরাক্রম বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: শুভ প্রয়াস করতে পারেন।মিথুন/GEMINI: কর্মস্থলে অশান্তি হতে পারে।কর্কট/CANCER: আকস্মিক বাধা পেতে পারেন।সিংহ/LEO: বিদ্যাক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে।কন্যা/VIRGO: আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: বদলির সম্ভাবনা রয়েছে।ধনু/SAGITTARIUS: গবেষণায় সাফল্য আসতে পারে।মকর/CAPRICORN: যশবৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: সমস্যার সমাধান হতে পারে।মীন/ PISCES: আজ বহুব্যয় হতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগেই উত্তপ্ত সেখানকার রাজনীতি। তৃণমূল কংগ্রেসের প্রচার হোর্ডিং-পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও সবটাই অস্বীকার করেছে সেখানকার শাসকদল।COWARDS. BJP defaces all communication featuring @MamataOfficial across Goa days before her visit.They miss the point.Contracts state that liability from such damage is the vendors,who are fellow Goans.Why hurt Goemkar enterprise? This State deserves better #GoenchiNaviSakal pic.twitter.com/YOfbUZaDJq Derek OBrien | ডেরেক ওব্রায়েন (@derekobrienmp) October 26, 2021উত্তরবঙ্গ সফর শেষে তৃণমূলের হয়ে প্রচারে গোয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে মঙ্গলবার সেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রচার হোর্ডি-পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পোস্টারে থাকা মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়েন ।ঘটনার তীব্র নিন্দা করেছেন গোয়ারপ্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরো। তিনি বলেন, এতদিন গোয়ায় সমস্ত রাজনৈতিক দলকে তাঁদের প্রচার করতে দেওয়া হত। মানুষের কাছে তাঁদের কথা তুলে ধরতে দেওয়া হত। কিন্তু তৃণমূলের আগমনে বিজেপি এতটাই সন্ত্রস্ত যে তাঁরা তৃণমূলের হোর্ডিং ভাঙছে।
মেষ/ARIES: মনে উন্মাদনার সৃষ্টি হতে পারে।বৃষ/TAURUS: আজ মতবিরোধ হতে পারে।মিথুন/GEMINI: সন্তানের সাফল্য লাভ হতে পারে।কর্কট/CANCER: বৈষয়িক উন্নতি হতে পারে।সিংহ/LEO: স্বজনবিরোধ হতে পারে।কন্যা/VIRGO: আজ পদাবনতি হতে পারে।তুলা/ LIBRA: আজ সাধুসঙ্গ লাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।ধনু/SAGITTARIUS: আজ মাতৃপীড়া হতে পারে।মকর/CAPRICORN: বাহনাদি ক্রয়ের ইচ্ছা জন্মাতে পারে।কুম্ভ/AQUARIUS: কর্তব্যে ত্রুটি করতে পারেন।মীন/ PISCES: আজ সাফল্যের ইঙ্গিত রয়েছে।
শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবকে বলেন, পুজোর মরশুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারেন। তার পরেই স্কুল শুরু হবে।গত বছর ১৬ মার্চ থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পর করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় আর স্কুল-কলেজ খোলা হয়নি। বন্ধ করা হয় বেশ কিছু পরীক্ষাও। তার পর করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ২০ মাস পর স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামো গত সমস্যা তৈরি হয়েছে স্কুল কলেজগুলির। সেগুলি আগামী কয়েকদিনে যাতে সামলে নেওয়া যায়, তার জন্যও বেশ কিছুটা সময় নির্দিষ্ট করে রাখার কথা বলেছেন তিনি।স্কুল খোলার সিদ্ধান্তে অবশ্য ভিন্ন মত পোষণ করছে চিকিৎসকমহল। আরও বেশ কিছুটা সময় দেখে নেওয়া উচিত ছিল বলে মত অনেকেরই।আবার অনেকেই মনে করছেন, স্কুল খোলার সিদ্ধান্ত একেবারেই ঠিক।