সম্প্রতি নজরুল মঞ্চে অত্যন্ত দুঃখজনক ঘটনা সবার প্রিয় সংগীতশিল্পী কেকের প্রয়াণ হয়েছে এবং তার জন্য সঙ্গীতপ্রেমীরা বিভিন্ন রকম এই শহরে তাঁকে সম্মান জানিয়ে ইভেন্টের আয়োজন করেছে ইতিমধ্যে। তেমনই এক সন্ধ্যার সাক্ষ্য থেকে গেল কলকাতাবাসী। দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউয়ের কাছে গ্যালারি গোল্ডে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়।এখানে লাইভ আর্ট এর মাধ্যমে ৪৫ জন শিল্পী কেকে কে স্মরণ করলেন তাঁর গানের মাধ্যমে। প্রখ্যাত শিল্পী অ্যানি আহমেদ যিনি হইচই এর চরিত্রহীন ওয়েব সিরিজে গান করেছিলেন তিনি বহু গানের মাধ্যমে প্রয়াত শিল্পীকে সম্মান জানালেন।
সমাজসংস্কারক ও ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে। স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহ সংলগ্ন অস্থায়ী প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়।রাজা রামমোহন রায়ের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, কলোনী উচ্চ বালক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ অনিরুদ্ধ বিশ্বাস, ডাঃ পঙ্কজ কুমার অধিকারী, কবি মেঘমালা বসু সহ এলাকার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন। রাজা রামমোহন, পন্ডিত ঈশ্বরচন্দ্র, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গাঁধী মত মনীষিদের ভাবনা চিন্তাধারা যত বেশি করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরলে বিশ্বের কাছে মাথা উঁচু করে চলতে ও শিখতে পারবে। এলাকার উন্নয়ন হবে। সমাজ তত সুন্দর ভাবে এগিয়ে চলবে। রবিবার সকালে নববারাকপুর পুরসভাও যথাযথ মর্যাদার সাথে বাংলার নবজাগরণের রূপকার রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন করে পুরসভা প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুরুতে খালি গলায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষক বাচিক শিল্পী অম্লান দাশগুপ্ত। এরপর পুরপ্রধান, উপপুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুরকর্মীরা মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতপথিককে। সবমিলিয়ে বিশেষ আয়োজন করে শ্রদ্ধা জানানো হল রাজা রামমোহন রায় কে।
উত্তম মঞ্চে অনুষ্ঠিত হল আড্য কলা তীর্থম এবং প্রয়াসের সতেরো তম বার্ষিক অনুষ্ঠান। অভিরূপ সেনগুপ্তের নির্দেশনায় বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের পাশাপাশি, অন্যান্য ছাত্র-ছাত্রীরাও নৃত্য পরিবেশন করেন। রঙ বাহার আর মেরি আওয়াজ হি পেহচান হ্যায় শীর্ষক দুটো বিশেষ প্রযোজনা উপস্থাপনা করা হয়। এরপর সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের প্রয়াস সম্মান দেওয়া হয় ক্ষেত্রের বিশিষ্টদের। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, রোহন ভট্টাচার্য, দেবলীনা কুমার প্রমুখ। পরে রায়া ভট্টাচার্য, অভিরূপ সেনগুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিলে বিশ্ব শান্তির উপর এক বিশেষ প্রযোজনা পরিবেশন করেন। প্রথম নিবেদনে ছিল সংস্থার ছাত্র-ছাত্রীদের নৃত্য পরিবেশন। মঙ্গলাচরণ, জয় ভগবতী, আঙ্গিকাম, গুরু ব্রহ্ম, মক্ষ, মাণিক্য বীণা তারপর অভিরূপ সেনগুপ্ত লতা মঙ্গেশকরের গান লুকা ছুপি-তে নৃত্য পরিবেশন করেন। এরপর সংস্থাটি দেবলীনা কুমার, দেবযানী কুমার, রোহন ভট্টাচার্য, অর্ণব দত্ত, নিখিল জৈন, সুলগ্না রায় ভট্টাচার্য এবং তাঁর মাকে প্রয়াস সম্মান প্রদান করেন। অনুষ্ঠানটি শেষ হয় ঋদ্ধি বন্দোপাধ্যায়, রায়া ভট্টাচার্য, অভিরূপ সেনগুপ্ত এবং বিশেষ বাচ্চাদের নিয়ে বিশেষ প্রযোজনা মঙ্গল বার্তা এর মাধ্যমে। প্রতিষ্ঠানের ছাত্ররাও মেরি আওয়াজ হি পেহেচান নামে তাদের পারফরম্যান্সের মাধ্যমে লতা জিকে তাদের শ্রদ্ধা জানায়। এত ভালো একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে উপস্থিত দর্শকরা সত্যিই খুব খুশি।