চলন্ত এসবিএসটিসি বাসে হঠাৎই ধোঁয়া, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে
চলন্ত এসবিএসটিসি বাসে হঠাৎই ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আগুন লেগেছে ভেবে ভয়ে, আতঙ্কে তড়িঘড়ি নেমে পড়েন বাসের ভিতরে থাকা যাত্রীরা। সোমবার বিকালে বর্ধমানের নবাবহাট থেকে গাংপুর হাটতলা যাবার সময় মাঝপথে বিপত্তি। এসবিএসটিসির একটি টাউন সার্ভিস বাসে হঠাৎই অনর্গল সাদা ধোঁয়া বেড় হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। চালক তড়িঘড়ি বাসটিকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে দেয়। শহরের ঘোড়দৌড়চটি এলাকায় ঘটনাটি ঘটে। চালক ইয়াদ আলি জানান, গাড়িটি হঠাৎ ব্রেকডাউন হয়। গাড়িতে থাকা টারবো মেশিন খারাপ হওয়ার ফলে ধোঁয়া বেরাচ্ছিল বলে জানান চালক। যাত্রীরা আগুন লেগেছে ভেবে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, আমি তাদের আশ্বস্ত করি বলে জানান চালক ইয়াদ আলি। ঘটনার সময় বাসে আট দশজন যাত্রী থাকলেও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি বলে তার দাবী।