মাধুরীর মতো হতে চান শর্বরী, কি বলছেন?
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় হওয়ার স্বপ্ন কে না দেখে? অনেকেই মাধুরী দীক্ষিত কে ফলো করেন। বলিউড নায়িকা শর্বরী বাগও এর ব্যতিক্রম নন। শর্বরী চান মাধুরীর মতো হতে। এবার তাই কত্থক নাচের তালিম নিতে শুরু করেছেন শর্বরী।Sharvari: Hope I get to dance next to Madhuri Dixit some dayhttps://t.co/01SjADxz2A#CelebTalk #MadhuriDixit #Celebs #SharvariWagh @MadhuriDixit @oh_women pic.twitter.com/RNkjAEPT85 Oh Women (@oh_women) February 22, 2022আমাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ দ্য ফরগটেন আর্মি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন এই তরুণ অভিনেত্রী। তবে হিন্দি ছবিতে তাঁকে প্রথম ব্রেক দেয় যশরাজ ফিল্মস। বান্টি অউর বাবলি টু ছবি দিয়ে বলিউডে পা রাখেন শর্বরী। আমির খানের ছেলে জুনাইদ খানের ছবি মহারাজায় দেখা যাবে তাঁকে। তবে এই মারাঠি কন্যা বলিউডে নিজের জায়গা পাকা করতে আরও পরিশ্রম করতে চান। শুধু তাই নয়, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাঁর অনুপ্রেরণা। এই তরুণ নায়িকা বলেন, শুরু থেকেই মাধুরী দীক্ষিতজি আমাকে দারুণভাবে প্রভাবিত করে এসেছেন। তিনি আমাকে সব সময় প্রেরণা জুগিয়েছেন। দীর্ঘদিন ধরে আমার কত্থক শেখার ইচ্ছা ছিল। অবশেষে আমি কত্থক শেখা শুরু করেছি।শর্বরী আরও বলেছেন, আমি যখনই মাধুরী ম্যামের নাচের ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও অথবা নাচের শো দেখি, তখনই কত্থক শেখার জন্য গুগলে শিক্ষক খুঁজি। মাধুরীজি আমার আদর্শ। আর আশা করি, কোনো না কোনো দিন আমি তাঁর সঙ্গে নাচের সুযোগ পাব। এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় হবে।