Gauri Khan : খান পরিবারে স্বস্তি, কাজে ফিরলেন গৌরী খান
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর বিদেশে শুটিং থেকে তড়িঘড়ি ভারতে ফিরে আসেন শাহরুখ খান। সেই সময় বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। মাদক মামলায় জামিন পেয়েছেন আরিয়ান। এখন আর প্রত্যেক শুক্রবার করে তাকে হাজিরা দিতে যেতে হবে না। তাই ছেলের মতো মা ও একটু খুশি।ব্যবসায়ী ফাল্গুনী এবং শেনের নতুন বিপণিকে সাজিয়ে তুলেছেন অন্দরসজ্জা বিশেষজ্ঞ গৌরী। ইতিমধ্যে দুই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বৈঠকও সারা হয়ে গেছে। সেই ভিডিয়োই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিজের হাতে সাজানো বিপণির কয়েক ঝলক। গৌরীকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত শাহরুখের একদা প্রিয় বন্ধু, পরিচালক ফারহা খান।ফারহা খান কমেন্ট করে লিখেছেন,গৌরী তোমাকে কাজে ফিরতে দেখে খুব ভালো লাগছে। একজন ফ্যান কমেন্ট করে লিখেছেন,ম্যাম এসআরকের খেয়াল রাখতে হবে আপনাকেই।সম্প্রতি একটি মোটর কোম্পানীর বিজ্ঞাপনের মাধ্যমে আবার কাজে ফিরেছেন শাহরুখ খান। এসআরকের ভক্তদের জন্য এটা সত্যি খুশির খবর। ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করেছেন তাঁর এক ফ্যান্স গ্রুপ জ্যাব্রা ফ্যান্স ক্লাব।