আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক পেটের তাগিদে খুন্তি ধরেছেন
তিনি ২৭ বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত। কাটাকুটি, চিলেকোঠা-র মতো ছবি নির্মাণ করেছেন। চিলেকোঠা ছবিতে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তীর মতো তারকারা। সিডনি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় তাঁর এই ছবি। সেই পরিচালক প্রেমাংশু রায়ের জীবন এখন অন্ধকারে ঢাকা। করোনায় সংসার সামলাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। বাধ্য হয়ে নিজের চেনা গণ্ডী থেকে বেরিয়ে ফাস্ট ফুড এর দোকান খুললেন তিনি।বেহালার বাগপোতা রোডের এই ফাস্ট ফুডের দোকানের নাম সূচক ফুড কর্নার। প্রেমাংশুর ৮ বছরের ছেলে সূচকের নামে এই ফাস্ট ফুডের দোকান খুলেছেন তিনি। পয়লা বৈশাখের দিন উদ্বোধন হয়েছে সূচক ফুড কর্ণার। প্রেমাংশু লিখেছেন, বেহালা, সরশুনা, বাগপোতা রোডে, নিউ ভিস্তা অ্যাকাডেমি স্কুলের বিপরীতে তাঁর এই দোকান। জোম্যাটো ও সুইগি থেকে খাবার অর্ডার দেওয়া যাবে এখানে। এর আগে একটি পোস্টে বাংলা নাট্য জগত থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে প্রেমাংশু লিখেছিলেন, গত সাতাশ বছরে তিনি এই জগতে কোনও উন্নতি করতে পারেননি।ফাস্ট ফুডের দোকান খুললেও প্রেমাংশু জানিয়েছেন, আগামী দিনে তিনি নাট্য জগতে আবার পা রাখবেন। তাঁর এখন অনেক কিছুর জবাব দেওয়া বাকি। তাই জবাব দেবেন, তবে নিঃশব্দে। প্রেমাংশুর এই নতুন লড়াইয়ের জন্য জনতার কথা-র পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।