৩৮ বছর পর স্বপ্নপূরণ! সিএএ শংসাপত্র পেয়ে আবেগে ভাসলেন মালদহের উদ্বাস্তু
এসআইআর নিয়ে রাজ্যের উদ্বাস্তুদের এক বড় অংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঠিক সেই আবহেই নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মালদহের এক বাসিন্দা। বাংলাদেশ থেকে ভারতে এসে দীর্ঘ ৩৮ বছর কাটানোর পর অবশেষে সিএএ-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলেন সত্যরঞ্জন বারুই। নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের সিএএ-তে আবেদন করার আবেদনও জানিয়েছেন সত্যরঞ্জন। তাঁর স্পষ্ট বার্তা, কারও প্ররোচনায় যেন কেউ বিভ্রান্ত না হন।মালদহ জেলার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুল্কিমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বারুই। তিনি বাংলাদেশের নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষ। ১৯৮৮ সালে বাংলাদেশে নির্যাতনের মুখে উদ্বাস্তু হয়ে ভারতে আসেন তিনি। দীর্ঘদিন অপেক্ষার পর সিএএ-র জন্য আবেদন করেন। গত বছরের অগস্ট মাসে আবেদন জমা দেওয়ার পরে সম্প্রতি তিনি ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন।এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ সত্যরঞ্জনের বাড়িতে ভিড় করেন। পরে তাঁর বাড়িতে যান হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুও। তিনি সত্যরঞ্জনকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান। নাগরিকত্বের শংসাপত্র পেয়ে আপ্লুত সত্যরঞ্জন বলেন, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি চিরকৃতজ্ঞ বলেও জানান। একই সঙ্গে উদ্বাস্তু সমাজের মানুষের কাছে তাঁর আবেদন, সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন এবং কারও কথায় বিভ্রান্ত হবেন না।সত্যরঞ্জন জানান, বাংলাদেশে অত্যাচারিত হয়ে তিনি ভারতে এসেছিলেন। এতদিন নাগরিকত্ব না থাকায় মনে ভয় ছিল। এখন নাগরিকত্ব পাওয়ার পর সেই ভয় কেটে গিয়েছে। তাঁর গ্রামেও বহু মানুষ সিএএ-তে আবেদন করেছেন। তিনি শংসাপত্র পাওয়ার পরে আরও অনেকে আবেদন করতে আগ্রহ দেখাচ্ছেন বলে জানান। এসআইআর নিয়ে আতঙ্ক উপেক্ষা করে নাগরিকত্বের জন্য আবেদন করার আবেদনও করেন তিনি।এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, তাঁদের দল এসআইআর-এর বিরোধিতা করছে না। তবে খুব অল্প সময়ের মধ্যে যেভাবে পুরো প্রক্রিয়া শেষ করা হচ্ছে, তা নিয়ে আপত্তি রয়েছে। তিনি বলেন, একজন নাগরিকত্বের শংসাপত্র পাওয়ায় সমস্যার সমাধান হয় না। বহু মানুষ সিএএ-তে আবেদন করেছেন, সকলেই নাগরিকত্ব পাবেন কি না, সেটাই দেখার বিষয়।

