পূর্ণদৈর্ঘ্যর ছবিতে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ অভিনেতা রাতুলের
স্বল্পদৈর্ঘ্যের ছবি পালক এর মাধ্যমে পরিচালক হিসাবে জার্নি শুরু করেন অভিনেতা রাতুল মুখার্জি। পালক এর সাফল্যের পর দ্বিতীয় প্রোজেক্টে হাত দিলেন তিনি। তবে এটা ছোট ছবি নয়। ফিচার ফিল্ম বানাচ্ছেন রাতুল। ছবির নাম ইকির মিকির। অভিনয় থেকে বিরতি নিয়েই পরিচালনার কাজে হাত দিলেন তিনি। এক সিকিউরিটি গার্ডের খুনের তদন্তকে কেন্দ্র করে আবর্তিত হয় ইকির মিকির এর গল্প। রাতুল এর এই ছবিতে অভিনয় করছেন রুপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চ্যাটার্জি। অনিন্দিতা রায়চৌধুরী। তিয়াশা প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র এবং টাইটেল ট্র্যাকটি গেয়েছেন নিকিতা গান্ধী। নিজের প্রথম ফিচার ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত পরিচালক। তিনি জানিয়েছেন, আমার ছবিটি ১০৪ মিনিটের। পুরো শুটিংটাই কলকাতাতে হয়েছে। প্রথম ফিচার ফিল্ম নিয়ে কতটা এক্সাইটেড? রাতুল জানালেন, প্রথম ছবি নিয়ে এক্সাইটমেন্টের থেকে কনফিডেন্সটা থাকছে বেশি। আমি কনফিডেন্ট যে দর্শকরা ছবিটি ভালোবাসবে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই থ্রিলার ছবিটি।