ফের যোগীরাজ্যে ধর্ষণ, বুলান্দশহরে নির্যাতিতা ১৪ বছরের নাবালিকা
উত্তরপ্রদেশ: হাথরাসে গনধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের যোগীরাজ্যে ঘটল ধর্ষণের ঘটনা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বুলান্দশহরে বছর ১৪ বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করেছে তাঁরই প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে বুধবার। আপাতত চিকিৎসার জন্য সে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্ত আপাতত পলাতক। এদিকে আবার ৩০ তারিখেই উত্তরপ্রদেশে আরও এক ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, আজমগড়ের এক ৮ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এক্ষেত্রেও পলাতক অভিযুক্ত। পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে হাথরাসকাণ্ডের পর দেশজুড়ে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ। বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিতিবিরক্ত হয়ে উঠছে উত্তরপ্রদেশের মুখ্যমুন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যকলাপ দেখে। সেই কারণে গতকালই হাথরাস কাণ্ডে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। যার জেরে কার্যত চাপে পড়ে এই ঘটনায় তদন্তের জন্য গতকালই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে হবে বলে ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, তিন সদস্যের এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তদন্তের রিপোর্ট জমা দিতে। কোনওভাবেই যাতে দোষীরা রেয়াত না পায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।