'আরআরআর' এর সাফল্য উদযাপন করলেন রামচরণ
বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে এসএস রাজামৌলির আরআরআর। ৪৫০ কোটি বাজেটের ছবি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দ্বিগুণ অঙ্কের টাকা তুলে নিয়েছে। এই মুহূর্তে আরআরআরের ঝুলিতে এসেছে ৯০০ কোটি। সেই আনন্দে দক্ষিণী অভিনেতা আলুরি সীতারাম রাজু ওরফে রামচরণ আরআরআর সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন বলে জানা গেছে। একেকটি মুদ্রার ওজন নাকি ১০ গ্রাম!দলের ৩৫ জন সদস্যকে সব মিলিয়ে মোট ১৮ লাখ টাকার স্বর্ণ মুদ্রা দিয়ে আনন্দ উদ্যাপন করেছেন রামচরণ। শুধু তাই নয়, হায়দরাবাদের বাড়িতে সকলকে প্রাতঃরাশের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। একটা তেলুগু যুদ্ধের ছবি এত মানুষের মন ছুঁয়ে যাবে সেটা দলের কেউ আশা করেননি। রামচরণ জানান, দর্শকের এমন প্রতিক্রিয়া তাঁর কাছেও বড় চমক। তাই মিষ্টির বাক্স আর স্বর্ণমুদ্রায় ভরিয়ে তুললেন আনন্দের মুহূর্ত। সদস্যদের তিনি যে সোনার কয়েন উপহার দিয়েছেন সেগুলোর এক পিঠে আরআরআর লোগো রয়েছে, অন্য পিঠে রয়েছে রামচরণের নাম।