Patralekha- Rajkumar : জামাইবাবুর সঙ্গে ছবি শেয়ার করলেন পত্রলেখার বোন পর্ণলেখা
১৫ নভেম্বর ১১ বছরের সম্পর্কের পরিণতি পায়। চার হাত এক হয় রাজকুমার রাও ও পত্রলেখার। চণ্ডীগড়ে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। বিয়ে সেরে সদ্য মুম্বই ফিরেছেন বলিউডের নব তারকা দম্পতি। পত্রলেখার বোন পর্ণলেখা একটি ছবি পোস্ট করে নতুন জামাইবাবুকে পরিবারে স্বাগত জানিয়েছেন। ক্যাপশনে লেখা, প্রেম এবং বিয়ের পবিত্রতার উদ্দেশে। পরিবারে স্বাগত রাজ! ভালোবাসা ও সম্মানের কোনও শেষ নেই। ছবিতে সকলকেই খুব সুন্দর দেখতে লাগছিল। লাল শাড়িতে পত্রলেখা যেন বিউটি কুইন লাগছিল। দিদি পত্রলেখার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন বোন পর্ণলেখা। তাদের এই ছবি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই ছবির নিচে কমেন্ট করেছেন। নবদম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন তারা। একজন লিখেছেন কনগ্র্যাচুলেশন টু অল অফ ইউ। বিউটিফুল।