মাতৃদিবসে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা
গতকাল ছিল মাতৃদিবস। একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিনেই খুশির খবর শোনালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।সারোগেসি পদ্ধতিতে হওয়া প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সন্তাশ গত ১০০ দিন ছিল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তার পর চিকিৎসকরা তাকে পৃথিবীর আলো দেখার অনুমতি দেন। মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। মাতৃত্বের স্বাদ পেলেন প্রিয়াঙ্কা।ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সেই মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী। প্রিয়ঙ্কা সন্তান কে কোলে নিয়ে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই কটা মাস যে কত চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গেলাম, তার ইয়ত্তা নেই। ১০০ দিনের প্রতীক্ষার পর অবশেষে আমরা আমাদের ছোট্ট মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে আনতে পেরেছি। যাঁরা এই দীর্ঘ পথের প্রতিটি ধাপে নিঃস্বার্থ ভাবে ছিলেন তাঁদের সকলকে এবং ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার এবং নার্সকে ধন্যবাদ জানাই।শুধু তাই নয়, মাতৃত্বের স্বাদ পেয়ে নিককে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, মাতৃত্বের স্বাদ তুমিই আমায় দিলে। ধন্যবাদ নিক। প্রিয়াঙ্কার এই পোস্টের কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

