ফের ইডি দফতরে টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সঙ্গে নিয়োগ তালিকা
পৌর নিয়োগ দুর্নীতি মামলায় টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বৃহস্পতিবার ফের এলেন ইডি দপ্তরে। বেশ কিছু নথি নিয়ে তাঁকে এদিন আসতে বলা হয়েছে। সেই নথি নিয়ে তিনি ইডি দপ্তরে এসেছেন। বুধবারের পর বৃহস্পতিবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। গতকাল তলব না পেয়েও এসেছিলেন প্রশান্ত। তাহলে কি এ দিন ইডি-র সমন পেয়েছেন? পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রশান্তর। সিজিও-তে এসেই টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন, এদিন তাঁকে ডেকেছে ইডি। প্রশান্ত চৌধুরী জানান, ২০১৪-১৫ সালে টিটাগর পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেই তালিকা তাঁকে নিয়ে আসতে বলা হয়েছে। এসব নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান।পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গত ৭ এবং ৮ নভেম্বর ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন প্রশান্ত চৌধুরী। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির গোয়েন্দারা। তার আগে তাঁর বাড়িতে তল্লাশি চলেছিল। টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান জানান, তল্লাশির দিনই তাঁর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পরে হাজিরার দিন তাঁর সামনেই ওই দুটি মোবাইলের সিল খুলে সেখান থেকে তথ্য সংগ্রহ করেছিল ইডি।সূত্রের খবর ২০১৪ এবং ১৫ সালে টিটাগর পৌরসভায় যে নিয়োগ হয়েছিল সেই তালিকার নিয়ে আসা হয়েছে বলে খবর। সেই সময় কতজন নিয়োগ হয়েছিল, কিভাবে নিয়োগ হয়েছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।