জানা গেছে জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় এখন হলুদ সতর্কতা জারি রয়েছে। তার মধ্যে নৌকা ডুবির ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সুত্রে জানা গেছে শনিবার দুপুরে মাছ ধরতে নৌকা নিয়ে তিস্তা নদীতে যান উত্তর ধর্মপুর দাস পাড়া এলাকার ৩ জন মৎস্যজীবি। সেই সময় কোনও ভাবে তাদের নৌকা উলটে যায়। এরপর দুইজন সাঁতরে নদীপারে এলেও একজন তলিয়ে যায়। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা তৃনমূলের ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত জানান এখনো নিখোঁজ রয়েছে কমল দাস (২৪) নামে এক যুবক।খবর পেয়ে এলাকায় এসেছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। এলাকায় আছেন সিভিল ডিফেন্স কর্মীরা। তারা এই মুহূর্তে নদীতে খোঁজ চালায়। কিন্তু এখোনও তাকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্দ। আগামীকাল ফের খোঁজ চালানো হবে।