জলপাইগুড়ি নয়, শেষমেশ বারুইপুরে! কোন অঙ্কে বদলি আইসি লিটন?
রাজ্যে কয়েক মাসের মধ্যেই ভোট। তার মধ্যেই SIR প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বড়সড় পুলিশ রদবদল ঘিরে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক জল্পনা। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে একাধিক জেলায় এসপি স্তর থেকে শুরু করে ডিএসপি পদমর্যাদার অফিসারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেট, আসানসোল-দুর্গাপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ডিএসপি স্তরের অফিসারদের রদবদল হয়েছে শুক্রবার।এই বদলির তালিকাতেই বিশেষ নজর কেড়েছে বোলপুর থানার প্রাক্তন আইসি লিটন হালদারের বদলি। বৃহস্পতিবার প্রথমে যে নির্দেশিকা প্রকাশিত হয়, তাতে লিটন হালদারকে জলপাইগুড়ির ডিআইবি-তে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই নির্দেশ বদলে যায়। নতুন তালিকায় দেখা যায়, তাঁকে জলপাইগুড়ি নয়, বদলি করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে, কোর্ট ইন্সপেক্টর পদে। কেন এই হঠাৎ পরিবর্তন, তা নিয়ে নবান্নের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। সরকারি ভাবে একে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে।তবে লিটন হালদার নামটি নতুন করে চর্চায় উঠে আসে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-এর অডিয়ো বিতর্কের পর থেকেই। সদ্য জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডল যখন অনেকটাই নীরব ছিলেন, তখনই সামনে আসে একটি অডিয়ো ক্লিপ। যেখানে অভিযোগ ওঠে, বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে ফোনে অনুব্রত অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমনকি আইসি-র স্ত্রীর উদ্দেশেও অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে। এই অডিয়ো প্রকাশ্যে আসার পরে বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়।ঘটনার জেরে অনুব্রত মণ্ডলকে ফের থানায় হাজিরা দিতে হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ছবিটা পাল্টে যায়। বোলপুর থানার সামনে বিক্ষোভে নামে কেষ্ট মণ্ডলের অনুগামীরা। তাঁদের স্লোগান ছিল একটাইআইসি লিটন হালদারকে অবিলম্বে সরাতে হবে। সেই চাপের মধ্যেই এবার তাঁর বদলির নির্দেশ আসে নবান্নের তরফে। কিন্তু সেই বদলির গন্তব্যই রাতারাতি বদলে যাওয়ায় নতুন করে রহস্য ঘনিয়েছে।ভোটের আগে রাজ্যে যখন SIR চলছে, তখনই একের পর এক পুলিশ আধিকারিকের রদবদল, তার মধ্যে আবার লিটন হালদারকে ঘিরে এই আকস্মিক অবস্থান বদলসব মিলিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক অঙ্ক কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। সরকারি ভাবে একে রুটিন বদলি বলা হলেও, সময় ও প্রেক্ষাপট মিলিয়ে এই বদলি ঘিরে ধোঁয়াশা আরও গভীর হয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

