Liger : কর্ণ জোহরের 'লাইগারে বড় চমক
জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বলিউড ডেবিউ হতে চলেছে ধরম প্রোডাকশনের হাত ধরে লাইগার ছবিতে। তবে সম্প্রতি এই ছবি সংক্রান্ত একটা বড় ঘোষণা করা হয়েছে। এই ছবিতে কেবলমাত্র বিজয়ের বলিউড ডেবিউ হচ্ছে তাই নয়,আরও একজন বিখ্যাত মানুষেরও বলিউডে অভিষেক হতে চলেছে। বলিউডে পা রাখতে চলেছেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন। যেটা আরও বড় খবর। কর্ণ জোহর নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট করে এই ছবির কথা ঘোষণা করেন। মার্কিন প্রোফেশনাল বক্সার, যাঁকে এমনিতে সকলে দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট বলে চেনেন, তিনিও লাইগার ছবিতে ডেবিউ করবেন। কর্ণ ট্যুইট করে লেখেন, এই প্রথমবার, রিংয়ের রাজাকে দেখতে পাওয়া যাবে ভারতীয় সিনেমার পর্দায়! লাইগার টিমে স্বাগত জানাচ্ছি মাইক টাইসনকে। বিজয় দেবেরাকোন্ডা নিজের ইন্সটাগ্রামে এরকমই একটা পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, আমরা আপনাদের কথা দিয়েছিলাম। ভারতীয় সিনেমার পর্দায় এই শুরু। আমাদের লাইগারের দলে যোগ দিচ্ছেন বক্সিংয়ের ভগবান, কিংবদন্তী, সর্বকালের সেরা! আয়রন মাইক টাইসন।