২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু। বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ১ জনের। দুর্ঘটনায় আহত হয় ১ জন। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পরে ২নং নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন।জাতীয় সড়কের লাকুর্ডি কোড়া পাড়া এলাকার দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ অকুস্থলে পৌছয়। শুক্রবার ভোরে ২ নম্বর জাতীয় সড়কের লাকুর্ডি কোড়াপাড়া এলাকায় পরপর দুর্ঘটনার কবলে পরে একটি ভলভো বাস, একটি ডাম্পার ও দুটি ট্রাক। দুর্ঘটনার জেরে ২ জনকে গুরুতরভাবে জখম অবস্থায় বর্ধমান ,মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১ জনকে মৃত ঘোষণা করা হয়,আহত আর ১ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।