কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে! নভেম্বরেই কাঁপতে শুরু শহর
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে বাংলায়। হুড়মুড়িয়ে নামছে পারদ। শনিবার সকালেই কলকাতার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিনে আরও নামবে তাপমাত্রা। অর্থাৎ, সপ্তাহান্তেই শহর ও জেলার মানুষ পেতে পারেন হালকা গা-ছমছমে ঠান্ডার স্বাদ।আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। অন্যদিকে, কর্ণাটক ও অসম সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সময়ে জম্মু-কাশ্মীর এবং উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই সব আবহাওয়াগত পরিবর্তনের জেরেই ধীরে ধীরে নামছে তাপমাত্রা।শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদদের মতে, পরবর্তী ৪৮ ঘণ্টায় পারদ আরও কিছুটা নামবে। রাতে এবং ভোরবেলায় ঠান্ডার অনুভূতি বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।তবে উত্তরবঙ্গে অন্য চিত্র। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে সকাল থেকে ছড়িয়ে পড়েছে কুয়াশার চাদর, ঠান্ডা হাওয়ায় কাঁপছে পাহাড়।আবহাওয়ার বিশেষজ্ঞদের মতে, এ বছর বর্ষা বিদায়ের সময় থেকেই বাংলায় বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলকভাবে বেশি। বারবার নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তায় আর্দ্রতা ছিল চরমে। ফলে এবার শীত নামতেও দেরি হচ্ছে না। তাপমাত্রার এমন হু-হু করে পতনই নাকি ইঙ্গিত দিচ্ছে আসন্ন কনকনে শীতের!গত কয়েক বছর তুলনামূলক কম শীত অনুভব করেছেন বঙ্গবাসী। তাই এবারের এই প্রারম্ভিক ঠান্ডা অনেকের মুখে হাসি এনেছে। শহরের রাস্তায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে ফুলহাতা জামা, সোয়েটার ও হালকা শালের ছোঁয়া। শীতবিলাসীরা এখন শুধু অপেক্ষা করছেনএবার কি সত্যিই কাঁপবে কলকাতা?

