অবশেষে শুরু হল চারধাম যাত্রা
মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিন শুরু হল বহু আকাঙ্ক্ষিত চারধাম যাত্রা। করোনা বিধিনিষেধের কারনে ২০২০ ও ২০২৩ এ চারধাম যাত্রা স্থগিত ছিল। ভক্রদের খুব আশা করেছিলেন এই বছর সব পরিস্থিতি স্বাভাবিক হবার পর ২০২২ থেকে আবার চারধাম যাত্রা শুরু হবে।গঙ্গোত্রী যাত্রা বা গঙ্গোত্রী মন্দিরের তীর্থযাত্রা হল হিন্দু ধর্ম অনুসারে চারটি বিশিষ্ট এবং পবিত্র মন্দির ভ্রমণের একটি (চারধাম যাত্রা)। সাধারণত, গঙ্গোত্রী মন্দির খোলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন। মন্দির খোলার আগে মন্দিরের ভিতরে এবং নদীর তীরে দেবী গঙ্গার একটি বিশেষ পুজো অর্চনা করা হয়৷ এটা বিশ্বাস করা হয় যে দেবী তাঁর শীতের আবাস ত্যাগ করেন।সারা বছর ধরে এই সময়টায় চারধাম যাত্রার অপেক্ষায় থাকে অগণিত ভক্ত। সাধারভাবে একই দিনে গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, বদ্রিনাথ মন্দিরের দ্বার উদঘাটন হয়। কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে শুধুমাত্র গঙ্গোত্রী দ্বার উদঘাটন হয়েছে।আগামী ৬ই এপ্রিল কেদারনাথের এবং ৮ এপ্রিল বদ্রীনাথ এর দ্বার উদ্ঘাটন হবে। চারধাম যাত্রার শুরু হওয়ার খবরে ভক্তরা দারুণ খুশি। উত্তরপ্রদেশ রাজ্য সরকার চারধাম যাত্রার উপলক্ষে আগত সকল ভক্তদের অভিনন্দন জানিয়েছেন।Uttarakhand govt issues guidelines for Char Dham Yatra, beginning with the opening of Gangotri, Yamunotri temples in Uttarkashi district on 3rd May. Registration on state govts portal before arrival made mandatory but Covid testing, checking of vaccination certificates not. pic.twitter.com/H2F3VUWZ9b Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) May 1, 2022উত্তরাখণ্ড সরকার সমস্ত ভক্তদের চারধাম যাত্রায় আসার আগে পর্যটন বিভাগ দ্বারা পরিচালিত রাজ্যের পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করতে বলেছে। সরকার এই যাত্রায় তাঁদের রাজ্যের ভক্তদের জন্য কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বা টিকার শংসাপত্র বাধ্যতামূলক করেনি। কিন্তু যাঁরা সীমান্ত পার করে আসবেন তাঁদের জন্য এটি বাধ্যতা মূলক।উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে মুখ্য সচিব এসএস সান্ধুর সভাপতিত্বে শুক্রবার রাতে উত্তরাখণ্ডের পুলিশ প্রধান, স্বাস্থ্য বিভাগ ও পর্যটন দফতরের সচিব, মন্দির পরিচালন সমিতির আধিকারিক এবং জেলাশাষক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সান্ধু চারধাম যাত্রা সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।