করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল
করোনার দাপট বেড়েই চলেছে। সঙ্গে আবার ওমিক্রণ যোগ হয়েছে।কোভিডের জন্য সাধারণ মানুষের তাই নাজেহাল অবস্থা।তবে শুধু সাধারণ মানুষ নন, তারকাদেরও করোনা ভুগিয়েছে। ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির শুরুতে অনেক বলিউড তারকার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল। কোভিড পজিটিভ হওয়ার খবরটা তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। ইন্সটা তে মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় ডিডিএলজে গার্ল জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। মেয়েকে মিস করছেন। কাজল তাঁর আগামী ছবি দ্য লাস্ট হুরেই এর শুটিং-এ ব্যস্ত ছিলেন। আপাতত সেই শুটিং বন্ধ রয়েছে। বলি অভিনেত্রীর করোনার খবর পেয়ে তাঁর অনেক ভক্তই দ্রুত আরোগ্য কামনা করেছেন। পোস্টে কমেন্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।