Producer : টলিউডের বেপরোয়া ভাবে নেশা নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক
বলিউডের অন্যতম প্রধান প্রভাবশালী ব্যক্তিত্ব শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদকযোগে গ্রেফতারির পর থেকেই শুরু হয়েছেন চাঞ্চল্য। বলিউডে মাদক কাণ্ডে গ্রেফতারির ঘটনা নতুন নয়। আর টলিউডে? এখানেও কি চলে মাদকের রমরমা? এই নিয়েই উঠছে প্রশ্ন।ইন্ডাস্ট্রির গুঞ্জন রমরমা না হলেও মাদক সেবনে কম যায়না টলিউডও। গাঁজা তো চলেই। মাঝে মধ্যেই নাকি জায়গাই করে নেয় এলএসডি, কোকেনের মতো মাদকও। এবার প্রকাশ্যেই সে কথা বললেন প্রযোজক রানা সরকার। আরিয়ানের গ্রেফতারির পরেই রানা ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন।মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে , ফটোশুটে, পাবলিক প্লেসে সেলিব্রিটিরা বেপরোয়া ভাবে নেশা করছে শোনা যাচ্ছে। রানার অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই নাকি পরিচালক, প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষ এই কাজকে প্রশ্রয়ই দিচ্ছে। তাঁর সাবধানবাণী ও একই সঙ্গে অনুরোধ, যেকোনো সময় ধরা পরে যাবেন।পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, কেরিয়ারের কথা ভাবুন।