Foodka : অভিনয়ে আত্মপ্রকাশ ফুডকার
প্রিয়ম চন্দের পরিচালনায় মেল্টিং পয়েন্ট ফিল্মসের স্বল্পদৈর্ঘ্যের ছবি ইন দ্য এন্ড মুক্তি পেয়েছে ইউটিউবে। এর স্ক্রিপ্ট লিখেছেন শুশোভন দাশগুপ্ত, ক্যামেরার দায়িত্ব সামলেছেন অরিজিৎ সরকার। মেল্টিং পয়েন্ট ফিল্মসের ইউটিউবে মুক্তির পরেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখানে অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ হল ইন্দ্রজিৎ লাহিড়ী অর্থাৎ সকলের প্রিয় ফুডকার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অস্মিতা ভাদূড়ী, সৌমী নন্দীকেও। ফেসবুকে মীর এই শর্টফিল্মের কথা উল্লেখ করেছেন আজ। এই শর্টফিল্ম নিয়ে পরিচালক প্রিয়ম চন্দ জনতার কথাকে জানালেন,কলকাতার নন্দী হাউসে শুটিং হয়েছে। পুরো শুটটাই একদিনে হয়েছে। ফুডকাকে সেটে পাওয়া একটা দারুণ ব্যাপার ছিল। সিনেমায় তিনি নতুন হলেও তাকে দেখে সেটা মনে হচ্ছিল না। বাকীরাও খুব ভাল ছিল। একটা ভাল ইউনিট পেয়েছি। সকলের সঙ্গে কাজ করে মজা হয়েছে।