Result: আইসিএসই- আইএসসিতেও পাশের হার প্রায় একশো শতাংশ
আইসিএসই-র দশম শ্রেণি এবং আইএসসি-র ১২ স্তরের ফলাফল শনিবার ঘোষিত হয়েছে। মাধ্যমিকের মত একশো শতাংশ না হলেও এই দুই কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষাতেও প্রায় সব পড়ুয়া পাশ করেছেন। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মত করোনা পরিস্থিতির কারণে এবছর আইসিএসই ও আইএসসি পরীক্ষাও বাতিল করা হয়। ফলাফল ঘোষণা করা হয়েছে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতেরশনিবার দুপুরে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট-এর তরফে তাদের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয়েছে।সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী আইসিএসই-তে এই বছরের সামগ্রিক পাশের হার ৯৯.৯৮% এবং আইএসসি ফলাফলের পাশের হার ৯৯.৭৬%। শনিবার রাজ্যে আইএসসিতে পাশের হার ৯৯.৬৩ শতাংশ। আইসিএসইতে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাশের হার ৯৯.৯৯ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। পাশাপাশি রাজ্যে আইএসসিতে মেয়েদের পাশের হার ৯৯.৮২ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ।আরও পড়ুনঃ মহানায়ক উত্তম কুমার ও মান্না দে বাংলার সিনেমার আমি জামিনী তুমি শশীকাউন্সিল সূত্রে জানা গিয়েছে, মোট ২৪২২টি স্কুল থেকে আইসিএসই -এর জন্য নাম নথিভুক্ত করা হয়েছিল। ১ হাজার ১৬৬টি স্কুল থেকে নাম নথিভুক্ত করা হয়েছিল আইএসসি-র জন্য। আইসিএসই-র জন্য মোট নাম নথিভুক্ত করে ২ লক্ষ ১৯ হাজার ৪৯৯ জন। ৯৪ হাজার ১১ জন নাম নথিভুক্ত করে আইএসসি-র জন্য। অন্যদিকে রাজ্য থেকে আইসিএসই-র জন্য নাম নথিভুক্ত করেছিল ৩৯ হাজার ৫২০ জন। ২৬ হাজার ৮৫৯ জন নাম নথিভুক্ত করেছিল আইএসসি-র জন্য।আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতারকরোনা পরিস্থিতির মধ্যে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো এই পরীক্ষাও বাতিল করা হয়েছিল। পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয় । তবে পরীক্ষা না হওয়ায় এবার মেধা তালিকা প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকেই মার্কশিট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন।