Abhishek Bannerjee: সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক
শুক্রবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। তবে, ত্রিপুরা সফরে যাচ্ছেন না। সোমবার আগরতলার বিমানে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সামনেই বিধানসভা ভোট। বাংলায় কায়দাতেই এবার ত্রিপুরা জয় করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে পেশাদার সংস্থা আইপ্যাক। কিন্তু ঘটনা হল, গত কয়েকদিন ধরে আগরতলা হোটেলে বন্দি আইপ্যাকের টিম। তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিশ। সমন পাঠিয়ে টিমের সদস্যদের আলাদাভাবে তলব করা হয়েছে ১ অগস্ট। তাদেরকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।আরও পড়ুনঃ করোনা আতিমারির জন্য অনাড়ম্বর ভাবে পালিত হল মোহনবাগান দিবসত্রিপুরায় তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। এখন আগরতলায় রয়েছেন ব্রাত্য বসু,মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন দলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন জানিয়েছিলেন, শুক্রবার সকালে দুদিনের সফরে আগরতলার উদ্দেশে রওনা হবেন অভিষেক। তবে কোভিড পরিস্থিতির কারণে সেখানে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করবেন না। সন্ধেয় ব্রাত্য বসু জানান, শনি ও রবিবার ত্রিপুরায় কার্ফু জারি করেছে সরকার। তাই সোমবার আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।