নিমিষের ঝড়ে লন্ডভন্ড গাইঘাটার ৬টি গ্রাম, ভেঙে চুরমার একাধিক বাড়ি
১০ মিনিটের ঝড় ও শিলা বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর ২৪ পরগনার গাইঘাটার ৬ টি গ্রাম। আচমকা এই ঝড়ে ভেঙেছে ৩০ -৩৫ বাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি। ১০ থেকে ১৫ মিনিটের আচমকা ঝড় ও শিলা বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামনগর গ্রামপঞ্চায়েতের ৬ টি গ্রাম কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে হঠাৎ ঝড় ও ব্যাপক শিলা বৃষ্টি শুরু হয়। কোনও কিছু বুঝে ওঠার আগে গ্রামের একাধিক বাড়ি ভেঙ্গে পড়ে। কোথাও ভেঙ্গে গিয়েছে পাকা বাড়ির দেওয়াল। শিলার আঘাতে আহত হয়েছেন কয়েকজন। নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল। প্রশাসন সূত্রে খবর, রামনগর গ্রামপঞ্চায়েতের শশাডাঙ্গা, তেঁতুলবেড়িয়ার আগারপাড়া, রঘুনন্দনপুর, চক ঝাউডাঙা ও পিপলি গ্রামে ৩০ থেকে ৩৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে গ্রামগুলি পরিদর্শন করেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ পুলিশ প্রশাসন ও জন প্রতিনিধিরা। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, যাঁদের ঘড় ভেঙ্গেছে তাঁদের জন্য ত্রানের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে ত্রিপল। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।