Diljit Dosanjh : দিলজিত্ এর প্রিয় অভিনেত্রী কে? জানালেন নিজেই
সম্প্রতি মুক্তি পেয়েছে পাঞ্জাবী ছবি হসলা রাখ। এই ছবিতে অভিনয় করেছেন দিলজিত্ দোসাঞ্জ, শেহনাজ গিল ও সোনম বাজওয়া। ছবি সুপার-ডুপার হিট। শুধু তাই নয়, বলা হচ্ছে করোনার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করা পাঞ্জাবি ছবি এটাই। ছবির সাফল্য উত্যাপন করতে শুক্রবার ইনস্টাগ্রামে লাইভ করেন দিলজিত্। নিজের ফ্যান-ফলোয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা চলতে থাকে তাঁর। তখনই নিজের প্রিয় তারকার কথা বলেন দিলজিত্। জানান, তাঁর দেখা সেরা অভিনেত্রী ভারতী সিং। এখানেই থেমে থাকেননি। বলেন, ভারতীকে দেখেই অভিনয়ে এসেছেন তিনি।এর আগে দিলজিত্ ও ভারতী একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও হয়নি। ভারতী ব্যস্ত কপিল শর্মা শো নিয়ে। দিলজিত্ বলেছেন, ভারতীজি আমার প্রিয় অভিনেত্রী। অমৃতসরে আমি ওঁর শো দেখতে গিয়েছিলাম। তিনিই ডেকেছিলেন সকলকে। নাটকটি দেখার পর আমি ভারতীজির ফ্যান হয়ে যাই। তার আগে আমি কোনওদিনই থিয়েটার দেখিনি। কাউকে অত লোকের মাঝে পারফর্ম করতে দেখিনি। আমি কেবল সকলের সামনে গানই গাইতে পারি। ছবিতে কাজ করার কথাও কোনওদিন ভাবিনি। দেখি ভারতীজির পারফরম্যান্সের পর সকলেই খুশি। সেদিন ঠিক করেছিলাম ছবিতে অভিনয় করব।