Cloud kitchen : দক্ষিণ কলকাতায় একটু অন্যধরণের ক্লাউড কিচেন
সায়ান্তন সেনক্যালিনারি আর্টজ কমন রূমে তিনটি ক্লাউড কিচেনের ব্র্যান্ড লঞ্চ করল। যার মূল উদ্যোক্তা কৌশিক গাঙ্গুলি ও অ্যাডোলিনা গাঙ্গুলি। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা সাহেব চ্যাটার্জি, বাংলা মেগার জনপ্রিয় মুখ প্রেরণা ভট্টাচার্য, ফুডকা ইন্দ্রজিৎ লাহিড়ী সহ আরো অনেকে।আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিতকৌশিক গাঙ্গুলি এই ক্লাউড কিচেন খোলার প্রসঙ্গে বলেছেন এই প্যান্ডামিকের সময়ে যেহেতু অনেকেই তাদের কাজ হারিয়েছেন তাদের কথা ভেবেই এই ক্লাউড কিচেন খোলা। যার মাধ্যমে বেশ কিছু মানুষের চাকরির সুযোগ করে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। এদিন কেক কেটে, বিভিন্ন ব্যানার উন্মোচন করে এই ক্লাউড কিচেনের শুভ সূচনা করা হয়।আরও পড়ুনঃ হইচই তে মুক্তি পাচ্ছে হীরালালফুডকা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ী জানান অর্গানাইজড ক্লাউড কিচেন তারা খুবই কম দেখেন। কলকাতায় এরকম একটা অর্গানাইজড ক্লাউড কিচেন দেখে তার খুব ভালো লাগছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানালেন এরকম একটা অর্গানাইজড ক্লাউড কিচেনে এসে এবং তার একটা পার্ট হতে পেরে তিনি খুব খুশি। অভিনেতা সাহেব চ্যাটার্জি একজন ফুডি হিসাবে এই ক্লাউড কিচেনে এসে একটা ভাল অনুভূতি পেয়েছেন। বর্তমানে ক্লাউড কিচেন যেভাবে জায়গা করে নিচ্ছে আগামী দিনে আরও ভাল কিছু হবে বলে আশাবাদী তিনি। অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য ও এখানে আসার সুযোগ পেয়ে খুশি হয়েছেন। উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন তিনি।