Bhumi-Akshay : ভূমি-অক্ষয়ের সিনেমার ৫ বছর
আজ থেকে ঠিক পাঁচ বছর আগের ঘটনা। মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত ছবি টয়লেট : এক প্রেম কথা।ছবি মুক্তির পাঁচ বছরপূর্তিতে অভিনেত্রী ভূমি তার ভক্তদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিনেমা যখন স্মৃতিতে পরিণত হয়, তখন সেই ছবির অংশ ছিলাম ভেবে গর্ব হয়।আরও পড়ুনঃ অক্ষয় কুমারের স্টান্ট ভয় পান তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্নাএই সিনেমাটি ছিল ২ ঘন্টা ৩৫ মিনিটের। মুক্তির পর দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে টয়লেট : এক প্রেম কথা। সিনেমাটির আইএমবিডির রেটিং ছিল ৭.২। বুক মাই শো তে রেটিং পেয়েছিল ৮৪%।ভূমি ও অক্ষয় ছাড়াও এখানে অভিনয় করেছেন দিব্যেন্দু, অনুপম খের, সুধীর পান্ডে, সানা খান, রাজেশ শর্মা, শচীন খেদেকর সহ আরও অন্যান্যরা। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী নারায়ণ সিং। পাঁচ বছর অতিক্রম করে গেছে। তাও এই সিনেমাটি এখনও দর্শকদের প্রিয় সিনেমা হয়ে রয়েছে।