Bhul Bhulaiyaa 2 : 'ভুল ভুলাইয়া ২' এর মুক্তির তারিখ ঘোষিত হল
ভুলভুলাইয়া ২।প্রযোজক ভূষণ কুমারের মেগা প্রজেক্ট। এই প্রোজেক্ট নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে চাপা উত্তেজনা ছিলই। যদিও লকডাউন-করোনার জেরে বারবার থমকেছিল শুটিং। লকডাউনের জট কিছুটা আলগা হতেই শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছিল।পরিচালক অনীশ বাজমির এই ছবির মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে সেই সুখবর দিলেন খ্যাতনামা ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ইনস্টাগ্রামে একটি পোস্টে তরণ আদর্শ জানিয়েছেন আগামী বছরের ২৫ মার্চ মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ভুল ভুলাইয়া ২।গতবছর থেকেই এই ছবি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ভুলভুলাইয়া ২-এ চকলেট বয় কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছে কিয়ারা আদবানি। এই প্রথম বার কার্তিকের সঙ্গে জুটি বাঁধছেন কবীর খ্যাত নায়িকা। রয়েছেন তাব্বুও। প্রসঙ্গত, ২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়ার মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। একজন মনস্তত্ত্ববিদের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় বক্স অফিসেও ঝড় তুলেছিল এই ছবি। অক্ষয় ছাড়াও ওই ছবিতে ছিলেন বিদ্যা বালন, আমিশা পটেল এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। এবার অবশ্য অক্ষয়ের হুলিয়ায় দেখা গেছে কার্তিক আরিয়ানকে।