Artemist : আর্টেমিস্ট এর পঞ্চম বছরের সৃজনশীলতা উদযাপন
দ্য আর্টেমিস্ট পশ্চিমবঙ্গে ১০০টিরও বেশি শিল্পীর জন্য একটি প্রদর্শনী এবং ২৫০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং শিল্পের পাঁচ বছর উদযাপন করছে। ৫ বছরের এই উদযাপনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া।মিসেস আরাধনা ডালমিয়া ম্যাঞ্চেস্টার স্কুল অফ আর্ট থেকে স্নাতক শেষ করে ভারতে ফিরে আসেন তার কোম্পানি দ্য আর্টেমিস্ট শুরু করতে। তার শিকড়ে ফিরে আসার আবেগই ছিল আর্টেমিস্টের সূচনার মূল অনুপ্রেরনা। মিসেস ডালমিয়ার স্টার্ট-আপ রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্নাতকদের নিয়োগ করে যেমন মর্যাদাপূর্ণ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট, শান্তিনিকেতনের বিশ্বভারতী ইত্যাদি। আর্টেমিস্ট বর্তমানে ১৫টিরও বেশি শিল্পী নিয়ে গঠিত। আর্টেমিস্টের লক্ষ্য হল এমন শিল্পের কাজ করা যা হয়তো মূলধারার নয়, তবুও সৃজনশীল।আর্টেমিস্টের প্রতিষ্ঠাতা আরাধনা ডালমিয়া জনতার কথা কে জানালেন,৫ বছর আগে আর্টেমিস্টের যাত্রা শুরু হয়। আজ আমাদের ৫ বছর উদযাপন করছি। একজন আর্ট স্টুডেন্ট যে কলেজ থেকে সদ্য পাশ করে বেরিয়েছে তার (আমার) হাত ধরে আর্টেমিস্টের জার্নি শুরু হয়। তারপর আমি দেখি চারপাশে অনেক ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছে যাদের সুযোগ দেওয়া উচিৎ আমার। তিনি আরও জানালেন,৩০০০টাকা থেকে শুরু করে ২৫-৩০ হাজার টাকার বিভিন্ন আর্ট রয়েছে এখানে এবং সবগুলোই বিক্রির জন্য। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আর্টিস্টদের কাজ রয়েছে এখানে। বিভিন্ন আর্ট গ্যালারির সঙ্গে আমরা সহযোগিতা করেছি। এছাড়া ভালো আর্টিস্ট কিন্তু অর্থের অভাবে যারা সেইভাবে হাইলাইট পাচ্ছে না তাদের সুযোগ দিয়েছি।