Arora : নতুন ছবির প্রযোজনায় অরোরা
অরোরা ফিল্ম কর্পোরেশন ১১৫ বর্ষে নতুন ছবি প্রযোজনা করল। শেষ ছবি ৪৫ বছর আগে উৎপলেন্দু চক্রবতী রময়না তদন্ত প্রযোজনা করে। প্রসঙ্গত ১৯২১ সালে অরোরা র প্রথম ছবি মুক্তি পায়। তার ১০০ বছর পর নতুন ছবি কালকক্ষ মুক্তি পেতে চলেছে। এসআআরএফটিআই এর উত্তীর্ণ দুই নবীন পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল এই ছবি পরিচালনা করেন। এরা দুজনেই জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং এর আগে দুটি শর্ট ফিল্ম পরিচালনা করেন অরোরার সঙ্গে। দুটি ছবি দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার পায়। বুধবার কলকাতা প্রেস ক্লাব এ ছবিটির পোস্টার ও টিজার রিলিজ করলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। ছবির মূল অভিনেতা অভিনেত্রী শ্রীলেখা মুখোপাধায়, জনার্দণ ঘোষ, অন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ ছবি নিয়ে নানা ঘটনার উল্লেখ করেন।আরও পড়ুনঃ নতুন ছবির প্রস্তুতি শুরু মিমিরগৌতম ঘোষ অরোরা ফিল্ম কর্পোরেশন কে এই দুর্দিনে ছবি তৈরি তে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। অরোরার কর্ণধার অঞ্জন বাবু জানান তার নতুন স্টুডিও শেষের পথে। তিনি আজ ও বিশ্বাস করেন অটিটি র যুগে নতুন ধারার ফিচার ফিল্ম ফের দেশ কে নতুন পথ দেখাবে । এই বছরের শেষে কালকক্ষ মুক্তি পাবে।