Covaxin: শক্তিশালি অ্যান্টিবডি তৈরি করে কোভ্যাক্সিন, স্বীকৃতি ল্যান্সেটের
করোনা ভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। করোনার বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই ভ্যাকসিন। সম্প্রতি ল্যান্সেটে প্রকাশিত গবেষণা রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সপ্তাহ দুয়েক পরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়। ভ্যাকসিনের কারণে কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। এই ভ্যাকসিনের কোনও বিরূপ প্রতিক্রিয়া নেই বলেও জানানো হয়েছে।এতদিন কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি না পাওয়ায়, বিভিন্ন ভারতীয়কে বিদেশে সমস্যার মুখে পড়তে হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতেও কোভিশিল্ডের স্বীকৃতি নিয়ে মাঝে সমস্যার সৃষ্টি হয়েছিল। পরে কেন্দ্রের উদ্যোগ ও তৎপরতায় সেই সমস্যার সমাধান করা হয়।দীর্ঘ টালবাহানার শেষে কোভ্যাক্সিনকে শেষ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাপ্তবয়স্কদের জন্য আপদকালীন ব্যবহারের অনুমোদিত করোনা টিকার তালিকায় কোভ্যাক্সিনকেও যুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই স্বীকৃতির ফলে এবার কোভ্যাক্সিন টিকা প্রাপকরা বিশ্বের অনেক দেশেই যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। যদিও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন কোনও টিকা প্রাপকরা সেই দেশে প্রবেশের অনুমতি পাবেন, তার গোটা বিষয়টিই নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলির উপর। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি নিঃসন্দেহে একটি বড় পাওয়া হতে চলেছে ভারতের জন্য।