পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়ালেন দেব, কিন্তু কেন?
হইচই আনলিমিটেড ছবির প্রচারে ঝামেলায় জড়িয়েছিলেন দেব। তবে পুরোটাই ছিল ছবির প্রচারের একটা অংশ। এবার কিশমিশের প্রচারটাও দেব করলেন এই একই স্টাইলে।মালদ্বীপে বান্ধবীর মায়ের জন্মদিন সেলিব্রেট করতে যান দেব। সেখান থেকে ফিরেই নিজের টিমের ওপর ক্ষিপ্ত হলেন। কেন এখনো ট্রেলার প্রকাশ্যে আসেনি সেই নিয়েই চলল ঝামেলা। সরাসরি পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়ালেনও তিনি।কয়েক দিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সমুদ্রের ধার থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন। কখনো দেখা গেছে মাছ ধরছেন তো কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। রুক্সিণী মৈত্রের সঙ্গে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেই হলো মাথা গরম!ল্যাদেস্বর টিনটিনের সাথে থাকতে থাকতে টিম @DEVPvt_Ltd ও @RahoolOfficial - এর ল্যাদ লেগে গেছে।যাই হোক কিশমিশ এর Trailer আসছে আগামী ২১শে মার্চ ঠিক রাত ৮ টায়।29 শে এপ্রিল কিশমিশ আসছে এবার তো কাজ কর তোরা।#Kishmish #TrailerOn21stMarch pic.twitter.com/BlBwqTHiQD Dev (@idevadhikari) March 17, 2022নিজের প্রযোজনা সংস্থার অফিসে হাজির হন দেব। আর সেখানে গিয়ে তো তার চক্ষুস্থির। কেউ ঝিমোচ্ছে, কেউ অফিসেই নেই। সবাইকে একে একে ডেকে জিজ্ঞেস করেন কবে মুক্তি পাবে তাঁর আগামী ছবি কিশমিশের ট্রেলার, কেন এখনো রেডি হয়নি ট্রেলার? কারণ ইতোমধ্যেই যে ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়ে গেছে। দেবের রাগের মুখে পড়ে থতমত খেয়ে যান ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ও। দেব তাঁর ওপর অভিযোগ আনেন, অন্য ছবি পেয়ে যাওয়াতেই সে এ রকম করছে।Mood 😎 pic.twitter.com/oHuz7lIRee Dev (@idevadhikari) March 18, 2022আসলে পুরোটাই করা সিনেমায় প্রচারের জন্য। দেবের এই চিৎকারের মাঝেই শান্ত করতে দৃশ্যে এন্ট্রি নিল কিশমিশের টিনটিন অর্থাৎ বড় পর্দার দেব। দেব এসে জানিয়ে দেন যে আগামী ২১ মার্চ সোমবার রাত ৮টায় প্রকাশ হবে কিশমিশের ট্রেলার।দেবের কথা অনুযায়ী, ল্যাদেস্বর টিনটিনের সঙ্গে থাকতে থাকতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের গোটা টিম ও রাহুল মুখোপাধ্যায়ের ল্যাদ লেগে গিয়েছে।