Alpo Holeo Sotti : সৌম্যজিত আদকের নতুন ছবি 'অল্প হলেও সত্যি'
বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন পরিচালক সৌমজিত আদক। রূপ প্রোডাকশন এর ব্যানারে, অঙ্কিত দাস ও সুরেশ তোলানির হাত ধরেই আসছে সৌমজিতের প্রথম ছবি অল্প হলেও সত্যি। সোমবারই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। অল্প হলেও সত্যি তে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক ,ঋষভ বসু ,সৃজনী মিত্র সহ আরও অনেকে। রূপ প্রোডাকশনের ছবি গুলদস্তার জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পরেই অনেকটাই বাড়িয়ে দিয়েছে দর্শকদের প্রত্যাশা। তবে শুধু দর্শকরাই নন, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক-প্রযোজক সবাই মুক্তির অপেক্ষায় রয়েছেন।আরও পড়ুনঃ মুখ থেঁতলানো মহিলার পরিচয় মিলল, খুনির খোঁজে পুলিশএবার রূপ প্রোডাকশনের আপকামিং এই ছবিটি ও যে দর্শকদের মনে তৈরি হওয়া এই প্রত্যাশাকে পূরণ করবে,তা বলাই যায়। পুজোর পরই মুক্তি পাবে অল্প হলেও সত্যি।এই ছবিতে সৌরভ দাসের চরিত্রের নাম অর্জুন মুখার্জি। দর্শনা বণিক কে দেখা যাবে অমৃতা কাঞ্জিলালের চরিত্রে। ঋশভ বসুর চরিত্রের নাম সিদ্ধার্থ বসু এবং সৃজনী মিত্রকে গুঞ্জন রায়ের চরিত্রে দর্শকরা দেখতে চলেছেন।