বিধি মেনেই হল সিঁদুর খেলা ও বিসর্জন
বিধি মেনেই সম্পন্ন হল দেবীমূর্তির নিরঞ্জন। সোমবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেলে দেবীবরণ শুরু হয়। বিধি মেনেই হয় সিঁদুর খেলা। তারপর শুরু হয় প্রতিমা নিরঞ্জনের পালা। সকাল থেকে গঙ্গার ঘাটগুলিতে বিসর্জন শুরু হয়ে যায় । যা চলে রাত পর্যন্ত। আরও পড়ুনঃ করোনাকালে মণ্ডপের কৃত্রিম জলাধারে প্রতিমা নিরঞ্জন ত্রিধারা সম্মিলনীর সামাজিক দূরত্ব ও কোরোনা বিধি মেনে চলে প্রতিমা নিরঞ্জনের পর্ব । ঘাটগুলিতে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । ঘাটগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘাটগুলিতে অযথা ভিড় করতে দেওয়া হচ্ছে না । তিন দিন ধরে চলবে এই বিসর্জন প্রক্রিয়া । প্রতিমা নিরঞ্জনের জন্যে ১৭ টি ঘাটকে প্রস্তুত করেছে কলকাতা পৌরনিগম ।