দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি
দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে বাড়ল বিপত্তি। দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর গেট ভেঙে এই বিপত্তি বাড়ল। জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে। এর জেরে বিভিন্ন এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেচ দফতরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির উদ্যোগ নিচ্ছেন। আরও পড়ুন ঃ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল ঘটালেন অধীর বছর তিনেক আগে ঠিক একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল, সেই সময় চারদিন লেগেছিল গেটের মেরামতির কাজ শেষ করতে। গেট মেরামতির কাজ চলাকালীন ব্যাপক জল সংকট তৈরি হয়েছিল দুর্গাপুর শহরে। এদিকে শনিবার সকালে দুর্গাপুর ব্যারাজের ৩১ নম্বর গেট ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সকাল থেকে কৌতুহলী মানুষের ভিড় জমে যায় সেখানে , যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এর জেরে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।