বিমল গুরুংয়ের বিরোধিতায় শান্তি মিছিল মোর্চার
বিমল গুরুংয়ের বিরোধিতায় রবিবার শান্তি মিছিল করল বিনয় তামাংপন্থী মোর্চা শিবির। এদিন তারা দার্জিলিঙের চকবাজারে মিছিল বের করেন। মিছিলে অবশ্য বিনয় তামাং ছিলেন না। কিন্তু শয়ে শয়ে মোর্চা সমর্থক এদিনের মিছিলে পা মেলান। তাদের একটাই দাবি , বিমল গুরুং যাতে পাহাড়ে আবার না ফিরতে পারেন। তাঁদের বক্তব্য, ক্ষমতার লোভেই গুরুং ফিরছেন। কিন্তু সেই ফিরলেনই যদি, তা হলে আগে পাহাড়ে এত অশান্তি বাধালেন কেন? মোর্চাকর্মীদের মিছিলের জেরে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেজন্য এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। তবে কোথাও কোথাও গুরুংয়ের সমর্থনেও পোস্টার পড়েছে। আরও পড়ুনঃ কামারহাটিতে ওষুধের দোকানে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য উল্লেখ্য , দীর্ঘদিন ফেরার থাকার পর কয়েকদিন আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং । গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকেও বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলেন গুরুং। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন বলে জানান তিনি।