রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর শিল্পাঞ্চল
দুপুরের পর থেকে বৃষ্টিতে ডুবে গিয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু নীচু এলাকা। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুর থেকে সারা রাত টানা বৃষ্টির ফলে সমস্ত নালা কানায় কানায় পূর্ণ হয়ে জল ঢুকে পরে বাড়ির দোরগোড়ায়। জলমগ্ন হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। মেনগেট বস্তির পাশ দিয়ে বয়ে চলা তামলা নালার জল কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের সমস্ত জনবসতি ডুবিয়ে দিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ গবাদি পশু নিয়ে ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। শিল্পাঞ্চল, দুর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙাতে ঘরে ঢুকে পড়েছে জল ৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও রকম পদক্ষেপ নেওয়া চোখে পড়েনি। তবে পুলিশের তৎপরতা চোখে পড়েছে। বেলা বাড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যাবে।