বাংলা পক্ষের উদ্যোগে আয়োজিত পুরুলিয়া বঙ্গভুক্তি দিবস
বাংলা পক্ষ সংগঠনের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল পুরুলিয়া বঙ্গভুক্তি দিবস। এদিন পুরুলিয়া শহরের বুকে ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক আজিম শেখ। ১৯৫৬ সালে মানভূম ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জেলার সমস্ত ব্যাঙ্ক, পোস্ট অফিস সহ সমস্ত সরকারি পরিষেবা বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করার দাবি জানান। আরও পড়ুন ঃ উল্টানো দলীয় পতাকা! হুগলির হেভিওয়েটদের ফ্লপ সভায় প্রতিফলিত অনৈক্যের ছবিই স্মরণ করা হয় ভজহরি মাহাতোর ঐতিহাসিক গান শুন বিহারী ভাই, তোরা রাইখতে লারবি ডাং দিখাই । বাংলা ভাষার পাশাপাশি সরকারের কাছে তিনি কুড়মালি ভাষার ঐতিহ্যের কথাও তুলে ধরেন। এছাড়াও এদিন বক্তব্য রাখেন সংগঠনের তরফে গুরুপদ মুর্মু, উৎপল দাস, শেখ মুসলিম ও অনুপম নাথ। জেলার বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে ডঃ দয়াময় রায়, ডঃ জলধর কর্মকার ও সাংবাদিক চন্দ্রশেখর সরকার পুরুলিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।