সপ্তাহের শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীত , সক্রিয় উত্তুরে হাওয়া
সোমবার থেকেই রাজ্যে সক্রিয় উত্তুরে হাওয়া। কলকাতায় গত ২৪ ঘণ্টায় একধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রা নামল। আর গত ৪৮ ঘণ্টায় মোট ৭ ডিগ্রি পতন ঘটেছে পারদের। আজ সকালে শহরের তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন শীতের আমেজ টের পাবেন বঙ্গবাসী। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। আরও পড়ুন ঃ এনামূলের ল্যাবরেটরিতে অনুব্রত মণ্ডল সহ অনেকেরই ভ্যাকসিন তৈরি হচ্ছেঃ সায়ন্তন গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। তবে জেলায় জেলায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী। বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত পড়েছে। চলতি সপ্তাহে শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। মেঘলা আবহাওয়া , কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও আছে। সেসময় খানিকটা বাড়তে পারে তাপমাত্রা।