তাঁর প্রথম বই প্রকাশ পেয়েছিল ইংরেজি ভাষায়। নাম - "ফিল্ম ডিরেক্টর`স ওয়ার্ল্ড"। বইয়ের বিষয় ছিল পৃথিবীর পঁচিশ জন চিত্র-পরিচালকের জীবন এবং চলচ্চিত্র। তার মধ্যে ভারতবর্ষ থেকে একমাত্র সত্যজিৎ রায় ছিলেন সেই তালিকায়। ওই বইটির কাজ করতে গিয়ে মনে হয়েছিল এই পঁচিশজনের প্রত্যেক পরিচালককে নিয়ে এক একটা বই লেখা যেতে পারে।
বিষয় সত্যজিৎ রায়
চলচ্চিত্র পরিচালক ও লেখক সৌম্যদীপ ঘোষ চৌধুরী। প্রিয়তম পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের শততম জন্মদিনের কথা মাথায় রেখে তাঁকে নিয়ে একটি চলচ্চিত্র করা শুরুও করেছিলেন বছর দুয়েক আগে। প্রায় ৭০ শতাংশ শুটিং হয়ে যাওয়ার পর করোনার কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়। সেই ছবি করার সূত্রে সত্যজিৎ রায় ও তাঁর কাজ নিয়ে বিস্তারিত ভাবে গবেষণা করতে হয় তাকে। এরপর ছবিটি সময়ের মধ্যে শেষ করার আর কোন উপায়ন্তর দেখতে না পেয়ে তিনি এই বইটি লেখার কথা ভাবেন।
বিষয় সত্যজিৎ রায়
এই বইতে মানুষ সত্যজিৎ রায়ের জীবনে ঘটা বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা আছে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে, তাঁর লেখা, আঁকা নিয়ে বেশ কিছু বই আছে। কিন্তু রক্ত মাংসের মানুষ সত্যজিৎ রায় প্রায় অধরাই থেকে গেছে সাধারণ মানুষের কাছে। সৌম্যদীপ চেষ্টা করেছেন একজন আপাত সাধারণ মানিক ডাকনামের আড়ালে বেড়ে ওঠা সত্যজিৎ রায় নামক অসাধারণ বিশ্ববিখ্যাত মানুষটিকে ছোঁয়ার। তিনি সফল হয়েছে কিনা তা সময় এবং পাঠক বলবে বলে জানিয়েছেন।
"বিষয়-সত্যজিৎ রায়" তাঁর দ্বিতীয় প্রকাশিত বই। এই বইটি সত্যজিৎ রায়ের শততম জন্মবার্ষিকীতে প্রকাশ করার জন্যে বিশেষ ভাবে তার বইয়ের প্রকাশক ঋতবাক - এর সুস্মিতা বসু সিং এবং রাজা মুখোপাধ্যায়ের কাছে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চান।
বিষয় সত্যজিৎ রায়
বইমেলায় বইটি প্রকাশ পাওয়ার কিছু আগে থেকেই এই বইটি নিয়ে পরিচালক ও লেখকের পরিচিত পাঠক মহলে কিছু কৌতূহল তৈরি হয়েছিল। তার একটি কারণ নিশ্চিত ভাবে সত্যজিৎ রায় হলেও দ্বিতীয় কারণটি বইটির প্রচ্ছদ। সৌম্যদীপ সিনহা এই বইয়ের প্রচ্ছদ করে তাঁকে চিরকাল ঋণী হয়ে থাকতে বাধ্য করেছে। বেশ কিছু মানুষ বইটি পড়েছেন এবং যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ অভিনয় দক্ষতায় দর্শকদের পছন্দের অভিনেত্রী সাক্ষী
আরও পড়ুনঃ শিল্পীদের পাশে অভিনেতা সন্দীপ ভট্টাচার্য
- More Stories On :
- Satyajit Ray
- Birth Centenary
- Director
- Soumyadeep Ghosh Chowdhury
- Homage
- Book