কোচ বদল অনেক অনেক সময় দলের পারফরমেন্সের ওপর দারুণ প্রভাব ফেলে। ফুটবলারদের মানসিকতাই বদলে দেয়। যেমন বদলে দিয়েছে এটিকে মোহনবাগান শিবিরকে। আন্তোনীয় লোপেজ হাবাসের জায়গায় জুয়ান ফেরান্দো দায়িত্ব নেওয়ার পরই অন্য এটিকে মোহনবাগান। দায়িত্ব নিয়েই সবুজমেরুণ শিবিরকে জয়ে ফিরিয়েছিলেন ফেরান্দো। পরপর দু’ম্যাচ জয়ের পর হায়দরাবাদ এফসি–র কাছে আটকে গেলেন। ম্যাচের ফল ১–১।
আরও পড়ুনঃ কামড় দিলেই তেতুল জলের বদলে বাটারস্কচ আইসস্ক্রিম, ভিন্ন স্বাদের ফুচকায় মেতেছে বর্ধমান
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সেন্টার হওয়ার পর একটা সেন্টার উড়ে আসে হুগো বোমাসের কাছে। তাঁর ব্যাকহিল ধরে ডান পায়ের দুরন্ত শটে দলকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। শটে এতটাই জোর ছিল হাত লাগিয়েও বাঁচাতে পারেননি হায়দরাবাদ এফসি গোলকিপার। ম্যাচের বয়স তখন মাত্র ১২ সেকেন্ড। ভারতীয় ক্লাব ফুটবলে এটাই দ্রুততম গোল। এর আগে ১৯৭৬ সালে মোহনবাগানের জার্সি গায়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর। সেই রেকর্ড ভেঙে দিলেন ডেভিড উইলিয়ামস। একই সঙ্গে আইএসএলেও দ্রুততম গোলের মালিক হয়ে গেলেন। আইএসএলে দ্রুততম গোল করার রেকর্ড এতদিন ছিল জেরি মাওউইমিংথাঙ্গার দখলে। ২০১৮ সালে জামশেদপুর এফসি–র হয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২৩ সেকেন্ডে গোল করেছিলেন জেরি।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত রাজ-শুভশ্রী
শুরুতে গোল করেও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এটিকে মোহনবাগান। ১৮ মিনিটে সবুজমেরুণ গোলকিপার অমরিন্দার সিংয়ের ভুলে সমতা ফেরায় হায়দরাবাদ এফসি। ডানদিক থেকে ভেসে আসা সেন্টার ক্লিয়ার করতে গিয়ে হায়দরাবাদের ওগবেচের সামনে ফেলে দেন অমরিন্দার। বাঁপায়ের ছোট্ট টোকায় বল জালে পাঠান ওগবেচে। ২৬ মিনিটে আরও একবার ওগবেচের সামনে বল সাজিয়ে দিয়েছিলেন অমরিন্দার। এবার অবশ্য গোল করতে ব্যর্থ হন ওগবেচে। প্রথমার্ধের শেষদিকে মারাত্মক চোট পেয়ে বেরিয়ে যান এটিকে মোহনবাগানের কার্ল ম্যাকহিউ। তাঁর পরিবর্তে মাঠে নামেন জনি কাউকো।
আরও পড়ুনঃ জ্বলে উঠলেন পুজারা–রাহানে, তবু জোহানেসবার্গে ব্যাকফুটে ভারত
দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ দারুণ জমে উঠেছিল। দুই দলই গোল করার মতো সুযোগ পেয়েছিল। তবে হায়দরাবাদ এফসি–র থেকে এটিকে মোহনবাগান বেশি সুযোগ পেয়েছিল। হুগো বোমাস, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাসোরা সহজ সুযোগ নষ্ট করেন। ৬৪ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাস থেকে এটিকে মোহনবাগানকে আবার এগিয়ে দেন জনি কাউকো। ৩ মিনিট পরেই দিনের সহজতম সুযোগ নষ্ট করেন লিস্টন কোলাসো। এরপরই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে হায়দরাবাদ এফসি। ম্যাচের ৯০ মিনিটে জেভিয়ার সিভেরিও সমতা ফেরান। ড্র করে ১০ ম্যাচে ১৭ পয়েন্টে শীর্ষে থাকল হায়দরাবাদ এফসি। ১৬ পয়েন্টে তৃতীয় স্থানে এটিকে মোহনবাগান।
- More Stories On :
- ISL
- ATK Mohun Bagan vs Hyderabad FC
- Akbar Record Break
- David Wiliams