টসে জিতলো তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাই নিয়ে শুরু হলো বিতর্ক। তৃণমূল ও বিজেপির মধ্যে ভোট গণনা কেন্দ্রে জয়ের জন্য টস হয়। তৃণমূলের তরফ থেকে হেড চাওয়া হয়। আর টসে হেড পড়াতেই জিতে যায় তৃণমূল। আর এই টস পদ্ধতির বিরোধিতা করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি প্রার্থী সমীর দাস।
রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খামার এলাকার ১৪৮ নম্বর পার্টের ভোট গননা শুরু হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট গণনার পর তাকে জানানো হয় সে জিতে গেছে। এরপরে পুনরায় গণনা করানো হয়। অভিযোগ দ্বিতীয় বার গণনায় একটি ব্যালট ছিঁড়ে ফেলে কমিয়ে দেওয়া হয়। যার ফলে তৃণমূলের সাথে টাই হয়। বিজেপি প্রার্থীর অনুমতি না নিয়ে টস করে নির্বাচন কমিশনের লোকজন ও ভেতরে কাউন্টিংয়ের লোকজন। এর পরিপেক্ষিতে আমরা কোর্টে যাবো সিদ্ধান্ত নিয়েছি।
বিজেপি প্রার্থীর এজেন্ট অসীম ব্যানার্জীর দাবি, আমি বারবার করে অনুরোধ করেছিলাম প্রার্থী নেই আমি সিদ্ধান্ত নিতে পারছি না। ওরা বলছে এটাই আমাদের নিয়ম। ক্যান্ডিডেট এর বদলে আপনি কাউন্টিং এজেন্ট হিসাবে সিদ্ধান্ত নিন। আমি সিদ্ধান্ত নিতে পারবো না আপনি লিখিত দিন। উনি আমাকে একটা লিখিত দিয়েছেন।
তৃণমূল প্রার্থীর এজেন্ট অসীম দাসের দাবী, টাই হয়েছিল। রি কাউন্টিং করিয়েছি। বিপক্ষ যারা ছিল তারাও দাঁড়িয়েছিল। তারাও দেখেছে। ফের টাই হয়। এরপর দু পক্ষ সিদ্ধান্ত হয়। ভেতরে যারা অফিসার ছিল তাদের সাথে আলোচনা করে দুপক্ষের সিদ্ধান্ত হয় টস হবে। টসে আমরা জয় লাভ করেছি। বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সূত্রের খবর, তৃণমূল এবং বিজেপি উভয়প্রার্থী ৪১৩ টি করে ভোট পায়। এরপর পুনরায় গণনা করা হয়। তাতেও একই ফলাফল আসায় টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে বিজেপি প্রার্থী সমীর দাসকে হারিয়ে জিতে যায় তৃণমূল প্রার্থী সুব্রত দাস।
আরও পড়ুনঃ জয়ের সার্টিফিকেট হাতে নিয়েই তৃণমূলে যোগ, ফের 'বায়রন বিশ্বাস'