জল আনতে আর যায় না খুকু
পদ্মদীঘি গেছে মজে,
তোতাপাখী আজও ফিরে ফিরে আসে
আতাগাছটির খোঁজে।
চাঁদও ওঠে, ফুলও ফোটে
শুধু কদমতলা ফাঁকা,
হাতি, ঘোড়া নেইকো সেথা
নেইকো সোনামনির দেখা।
খুকি আর বলেনা কথা
কাঠবেড়ালির সাথে,
পড়া,আঁকা,নাচের পরে
খুকির সময় কোথায় হাতে।
দামোদর শেঠ, নুটুবাবুরা
বিদায় নিয়েছেন কবে,
ভৃগুর দাদু থাকলে কেঁদে ভাসাতেন
এ প্রজন্মের বাংলা বলা দেখে।
চাঁদামামা আজও উঁকি মারে
বাঁশবাগানের মাথায়,
শ্লোক শুনতে আর পায় না সে
কাজলা দিদির গলায়।
বদলে গেছে অনেক কিছু
সব হারানোর খেলায়,
জমাট বেঁধে শুধু থাকবে স্মৃতি
মনের মণিকোঠায়।
এখন আমি অনেক বড়,
অনেক কিছু বুঝি,
জীবন মানে গড়িয়ে চলা
মেনে সময়সূচী।
সময়ের সাথে পাল্লা দিতে
চাহিদা ঊর্দ্ধগামী,
হাজার ভাবনার ভিড়ের মাঝে
হারিয়ে যাচ্ছি আমি।
ঘুমপাড়ানি মাসি-পিসি
একবারটি এসো ফিরে,
ঘুমের দেশে যাব আমি
রাতের ছায়াপথটি ধরে।
লেখক
দীপক কুমার মণ্ডল
আরও পড়ুনঃ পাবলিক
আরও পড়ুনঃ বিকল্প
আরও পড়ুনঃ প্রতীক্ষা
- More Stories On :
- Poem
- Dipak Mondal
- Chara
- Bengali Rhymes