বিকল্প
কোলাহল মুখরিত নাগরিক জনপদ থেকে
অনেক দূরে, যখন আমি নিঃসঙ্গ,
একাকীত্বের ভারে অবনত;
তখনই বাতায়ন পথে এক মুঠো
দমকা বাতাস কানে কানে বলে -
“আমি আছি, তোমার সাথে অবিরত”।
মনের নিভৃতে পোষিত গোপন আশা
শুকিয়ে যাওয়া কুঁড়ির মতো ঝরে,
অবজ্ঞার চোরাস্রোতে ভাঙে বুক।
অকস্মাৎ আকাশের বুকে মেঘরাশি বলে,
“আমিও পারিনি এখনও বৃষ্টি হয়ে ঝরতে,
আছি উন্মুখ”।
সাদা – কালো মন হয়না রঙিন,
আবিরের পরশ পায় না হৃদয়,
বসন্ত চলে যায়।
বৃষ্টির পরে পুবের আকাশে
রামধনু বলে, “আমি তো আছি,
সাতরঙে রাঙাবো তোমায়”।
স্বজন হারানো ব্যথায় কাতর,
শরীরে মনে আসে অনাদর,
বৈরাগ্যের ভাব জাগে।
বৃক্ষরাজি বলে চুপিসারে,
“শুষ্ক পাতা ঝরিয়ে দিয়ে,
কিশলয় আনতে হবে”।
সন্ধ্যা পেরিয়ে রাত্রি জাগে,
নিভে যায় দীপ তেলের অভাবে,
আঙিনা আঁধার কালো।
জ্যোৎস্না বলে, “আমরা তো আছি,
তোমার উঠানে নিত্য জ্বালাবো
নক্ষত্ররাজির আলো”।
প্রখর তপন তাপে তপ্ত কুটির,
ঘর্মস্রাবি দিন নিংড়ে নেয় আয়ু,
দেহের সাথে মনও জ্বলে যায়।
বৃষ্টি বলে হেসে, “আমি তো আছি,
সিক্ত করব তোমার শরীর,
আমার ফল্গুধারায়”।
লেখক
দীপক কুমার মণ্ডল
- More Stories On :
- Bikalpa
- Alternative
- Bengali
- Poem
- Dipak Kumar Mondal