"এমনি বরষা ছিল সেদিন"----গুনগুন করে গান গাইতে গাইতে ধারা স্নান করছে তৃণা। যেন নিজেকে ধুয়ে নিতে চাইছে।
পাশের ঘরে অভি মানে অভিজ্ঞান শিকদার বিখ্যাত একটা cosmetic কোম্পানির একজন কর্তা ব্যক্তি , ঘুমোচ্ছে ; হয়তো চিরনিদ্রা।
তৃণা ভাবছে কি হবে ? সে কি খুশি হলো?
তবে একটা ব্যাপার সে আর কাউকে তারমতো বঞ্চিত হতে দেবে না।
সে আজ অভিকে নিয়ে এসেছিল পুরনো দিনটা মনে করাবে এই বলে।
একবছর আগে এখানেই এরকম দিনেই অভি শুরু করেছিল এই শরীরের খেলা। তৃণা তখন স্বপ্ন দেখছে সুপার মডেল হবার।
সেই স্বপ্নকে সাকার করবে অভি এটাই ছিলো কথা। সেই থেকে বহুবার এখানে এসেছে ওরা।
কিন্তু শেষ দুমাস কিছু একটা হচ্ছে ওর আড়ালে সেটা বুঝতে পারছিল তৃণা। গতসপ্তাহে পুরো ঘটনাটা পরিষ্কার হলো যখন তার জায়গায় নতুন একটা মুখ বিশেষ বিজ্ঞাপন টায় দেখ্তে পেল।
শোনা কথা গুলো সত্যি সেটা বুঝল তৃণা।
তারপর আজ এই দুর গ্রামে তাদের বেড়াতে আসা।
এই গ্রামে বর্ষায় সাপের উত্পাত খুব।
অভিকে আবার সাপে কামড়ায়নি তো??
সবই সম্ভব এই গ্রামে, এই বর্ষায়।
লেখিকাঃ রাখি রায়
- More Stories On :
- Snake Bite
- Story
- Love
- Revenge