রাজনীতির ময়দানে আসার পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। সেই যশ দাশগুপ্ত আবার অভিনয়ে ফিরছেন। তবে তার অভিনয় ফেরার থেকে বড় খবরটা যশের সঙ্গে অভিনয়ে দেখা যাবে মধুমিতা কে। ২০১৩-র ব্লকবাস্টার ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-তে এই প্রযোজনা সংস্থাই প্রথম যশ-মধুমিতাকে জুটি হিসেবে এনেছিল। ২০১৩-র ব্লকবাস্টার ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-তে এই প্রযোজনা সংস্থাই প্রথম যশ-মধুমিতাকে জুটি হিসেবে এনেছিল। দুজনের অনুরাগীরা ভালোবেসে যশমিতা নামও দিয়েছিলেন। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করলে যশ জানান, খবর সত্যি। আরও খবর, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আগামী প্রযোজনায় দেখা যাবে ছোট পর্দার 'অরণ্য সিংহ রায়-পাখি ঘোষ দস্তিদার'-কে।
যদিও কোন পর্দায়, কার পরিচালনায় ফিরছেন জুটি, সে খবর এখনই ফাঁস করতে রাজি নন যশ। অভিনেতা জানিয়েছেন, কথাবার্তা চলছে। খুব শিগগিরিই সামনে আসবে সব কিছু। তবে পাপারাত্জিদের ক্যামেরা এড়াতে পারেননি জনপ্রিয় জুটি। সেই ছবি ভাইরাল মধুমিতার ফ্যানপেজে। ছবি বলছে, এসভিএফের অফিসে দেখা গিয়েছে দুই তারকাকে। দু'জনেরই পরনে ছেঁড়া ডেনিম। মধুমিতা অনায়াস স্লিভলেস ছোট টপে। যশ পরেছেন গোল গলার টি-শার্ট। যদিও টলিপাড়ায় খবর, বাবা যাদবের পরিচালনায় এ বার দেখা যাবে যশ-মধুমিতাকে। এখন শুধু সময়ের অপেক্ষা।
- More Stories On :
- Yash Dasgupta
- Madhumita
- Actress
- Actor
- Tollywood