টিউশন শেষ করে বাড়ি ঢুকছেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিসহ এমনই পোস্ট করলেন শ্রীলেখা। ছবিতে দেখা যাচ্ছে হালকা সেজে হাসিমুখে টলি অভিনেত্রী। আর তার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল। অনেক মজার মজার কমেন্ট ও এসেছে।
একজন কমেন্ট করেছেন 'রাস্তায় ফচকে কোনও ছোঁড়া সিটি মারেনি?' উত্তরে শ্রীলেখার কুশলী জবাব 'কানে ইয়ারফোন ছিল শুনতে পাইনি'। একজন আবার কমেন্ট করেছেন 'টাইমিংস বলো সাইকেল নিয়ে দাঁড়াবো।' জবাবে অভিনেত্রী হাসির ইমোজি দিয়ে রিয়্যাক্ট দিয়েছেন তিনি। জনৈক এক ভক্ত তাকে কোন ক্লাসে পড় জিগ্যেস করলে তাঁর উত্তরে তিনি জানান 'ক্লাস টেন'। আরজে রয় নামে এক ব্যাক্তি কমেন্ট করেছেন এ তো 'হাজার কবিতা, বেকার সবই তা, যার কথা কেউ বলে না'--সেই মেয়ে। এরকম আরো অনেক কমেন্ট এসেছে তার পোস্টে। কিছু কিছু কমেন্টে শ্রীলেখা-র প্রত্যুতপন্নমতিত্ব দেখে একটা ভুল ধরনা সাধারন মানুষের কেটে যেতে বাধ্য, সেটা হল "সব সুন্দরি-ই বোকা নয়"। তিনি তার রসিক মনের পরিচয় এর আগেও বার বার দিয়েছেন। 'ক্লাস টেন-এ পড়েন' এই কথাটাতেই বোঝা যায়, তিনি কখনই তার মনের বয়স টাকে বাড়তে দেননি।
তাঁর এই রসিক, প্রতিবাদী, শিল্পমনস্ক মনোভাবের জন্যই, শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেন তাই সুপারহিট। এবার আরো একটি পোস্ট নেটিজেনদের নজর কাড়ল।
- More Stories On :
- Sreelekha Mitra
- Tution
- Facebook Viral